সময় কলকাতা ডেস্ক: আর পাঁচটা দিনের মতোই রাতের খাওয়াদাওয়া সেরে ঘুমোতে দিয়েছিলেন ডায়মণ্ডহারবারের দাস দম্পতি। কিন্তু এই ঘুম থেকে স্বামীকে যে আর এই পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবেন না তা কল্পনাও করতে পারেন নি আশা দাস। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল স্বামী জয়ন্ত দাসের। আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী আশাদেবী।আচমকা এই ঘটনায় শোকের ছায়া ডায়মন্ড হারবার পুরসভার ৫ নং ওয়ার্ডের কালিনগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর নিজেদের মাটির ঘরে শুয়ে ছিলেন ডায়মন্ডহারবার পুরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জয়ন্ত দাস এবং তার স্ত্রী আশা দাস।রাত একটা নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পরে মাটির দেওয়াল।সেই ভাঙা দেওয়ালেই চাপা পড়েন সস্ত্রীক জয়ন্ত দাস।আচমকা বিকট আওয়াজ হওয়ায় প্রতিবেশীরা বেরিয়ে আসেন।ঘটনাস্থলে গিয়ে দেখেন দেওয়াল চাপা হয়ে পরে রয়েছেন দাস দম্পতি।পরে তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা জয়ন্ত রায়কে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী আশা দাস।প্রতিবেশীরা জানান জয়ন্তবাবুদের বাড়ির মাটির দেওয়ালটি নড়বড়ে ছিল। কোনও কারণে এদিন তা আচমকা ধ্বসে পড়েছে।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ