সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি বেশ কিছু জায়গায় যুব সমাজের একাংশ মাদকাসক্ত হয়ে পড়েছে।যুবসমাজকে এই মাদকাসক্তি থেকে উদ্ধার করার জন্য বীরভূম জেলা পুলিশের প্রয়াসও চলছে অনবরত।মাদক কারবারীদের ধরপাকড় করতে জেলা পুলিশকে নানা সময়ে অভিযান চালাতে দেখা যায়।এবার সেই অভিযানেই সাফল্য আসে। রবিবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য বীরভূম থেকে উদ্ধার করা হয়। এদিন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী,অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে,ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন,দুবরাজপুর থানার সি আই মাধব চন্দ্র মন্ডল দুবরাজপুর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।ধৃত ব্যক্তির নাম বদরুজ্জামান ওরফে তাজান।এই ব্যক্তির থেকে প্রায় তিনকোটি টাকার হেরোইন, আফিম এবং পোস্তর আঠা উদ্ধার করা হয়।ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে কোথা থেকে এই মাদক দ্রব্য এসেছে।বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এই বড়ো সাফল্যের পর বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাংবাদিক বৈঠক করে জানান “গত চারমাস ধরে আমাদের কাছে খবর ছিল ওই ব্যক্তি এইভাবেই মাদকদ্রব্য নিয়ে বীরভূমে কারবার করছেন।তারপর থেকেই আমরা তার তল্লাশি চালিয়েছিলাম”।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত