Home » টুম্পার পর এবার সামি, প্যারোডিতে ভর করে বামেদের পুরভোট বৈতরণী পারের চেষ্টা

টুম্পার পর এবার সামি, প্যারোডিতে ভর করে বামেদের পুরভোট বৈতরণী পারের চেষ্টা

সময় কলকাতা : গত বিধানসভা নির্বাচনে টুম্পার প্যারোডির উপর ভর করে অভিনব প্রচারের উদ্যোগ নিয়েছিল বামফ্রন্ট। টুম্পার পর এবার পুস্পা। এবার সেই ছবির গান সামি সামি র আদলে প্যারোডি  সং তৈরি করে ভোটারদের মন জয়ে উদ্যোগী হল বালুরঘাট বামফ্রন্ট কমিটি। ইতিমধ্যেই গানটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।জনপ্রিয় ছায়াছবি “পুষ্পা” ইতিমধ্যেই রিলিজ করেছে বক্সঅফিসে। ছবির গান সামি সামি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এবার সেই গানের উপর ভর করে প্যারোডি বানিয়ে অভিনব প্রচারে সামিল হল বালুরঘাট শহরের বামফ্রন্ট কমিটি। ” বালুরঘাট বলছে শোনো তো পৌরসভায় ফিরছে আবার বামই’ শীর্ষক প্যারোডি সং ‘ইতিমধ্যেই রিলিজ করেছে বামফ্রণ্ট। মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সেই গান এখন বাম ভোটারদের মন জয় করতে পারে নাকি সেটাই এখন দেখার।গতবছরই বিধানসভা নির্বাচনে জনপ্রিয় টুম্পা গানের আদলে অভিনব প্যারোডি সং রিলিজ করেছিল বামফ্রন্ট। এমনকি ভোটারদের মন জয় করতে পর পর দুবার আলাদা আলাদা ভার্সানে রিলিজ হয় প্যারোডি সং-টি। এবার সেই তালিকায় যোগ হলো পুস্পা। কিন্তু পুস্পার সামির আদলে নতুন প্যারোডি কতটা ভোটারদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।

About Post Author