সময় কলকাতা : গত বিধানসভা নির্বাচনে টুম্পার প্যারোডির উপর ভর করে অভিনব প্রচারের উদ্যোগ নিয়েছিল বামফ্রন্ট। টুম্পার পর এবার পুস্পা। এবার সেই ছবির গান সামি সামি র আদলে প্যারোডি সং তৈরি করে ভোটারদের মন জয়ে উদ্যোগী হল বালুরঘাট বামফ্রন্ট কমিটি। ইতিমধ্যেই গানটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।জনপ্রিয় ছায়াছবি “পুষ্পা” ইতিমধ্যেই রিলিজ করেছে বক্সঅফিসে। ছবির গান সামি সামি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এবার সেই গানের উপর ভর করে প্যারোডি বানিয়ে অভিনব প্রচারে সামিল হল বালুরঘাট শহরের বামফ্রন্ট কমিটি। ” বালুরঘাট বলছে শোনো তো পৌরসভায় ফিরছে আবার বামই’ শীর্ষক প্যারোডি সং ‘ইতিমধ্যেই রিলিজ করেছে বামফ্রণ্ট। মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সেই গান এখন বাম ভোটারদের মন জয় করতে পারে নাকি সেটাই এখন দেখার।গতবছরই বিধানসভা নির্বাচনে জনপ্রিয় টুম্পা গানের আদলে অভিনব প্যারোডি সং রিলিজ করেছিল বামফ্রন্ট। এমনকি ভোটারদের মন জয় করতে পর পর দুবার আলাদা আলাদা ভার্সানে রিলিজ হয় প্যারোডি সং-টি। এবার সেই তালিকায় যোগ হলো পুস্পা। কিন্তু পুস্পার সামির আদলে নতুন প্যারোডি কতটা ভোটারদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু