Home » হস্তশিল্পের প্রসারে দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভূক্ত হল আর্টিজেন ক্রেডিট কার্ড

হস্তশিল্পের প্রসারে দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভূক্ত হল আর্টিজেন ক্রেডিট কার্ড

সময় কলকাতা ডেস্কঃ এবার দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভূক্ত হল বেশ কিছু নতুন প্রকল্প । তার মধ্যে একটি উল্লেখ যোগ্য হল আর্টিজেন ক্রেডিট কার্ড । এবার মথুরাপুরে হস্তশিল্পের প্রসার ঘটাতে আর্টিজেন ক্রেডিট কার্ডের ব‍্যবস্থা করল মথুরাপুর ১ নং ব্লক বিডিও অফিস । সোমবার এই উপলক্ষে বটিশ্বরে দুয়ারে সরকারের স্পেশাল ক‍্যাম্পের আয়োজন করা হয় । এদিন এই স্পেশাল ক‍্যাম্পে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর এলাকার হস্তশিল্পীদের  কাজ প্রদর্শিত হয় । এদিন এই হাতের কাজের বিশেষ ক‍্যাম্প গুলি ঘুরে দেখেন মথুরাপুরের বিডিও তারাশঙ্কর প্রামানিক, বিধায়ক ড: অলক জলদাতা, তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপী হালদার সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা । এই ক‍্যাম্পে শোলার তৈরী বিভিন্ন জিনিসপত্র, তাঁতের জিনিসপত্র, মালা, ঝোড়া, চুপড়ি সহ একাধিক হাতে তৈরি জিনিসপত্র প্রদর্শিত হয় । ক‍্যাম্প গুলি ঘুরে দেখার পর কিভাবে আর্টিজেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এই হস্তশিল্পীরা লোন পাবেন এবং কিভাবে তাঁরা তাঁদের ব‍্যবসায়ে উন্নতি করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ও করেন বিডিও তারাশঙ্কর প্রামানিক । এই আর্টিজেন ক্রেডিট কার্ড -এর সুবিধা পেয়ে খুশি গ্রামের হস্ত শিল্পীরা ।

About Post Author