সময় কলকাতা ডেস্কঃ স্ত্রীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। রবিবার এমনই অভিযোগে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির অন্তর্গত ময়নাগুড়ির আমগুড়ির সোনার বাড়ি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমগুড়ি এলাকায়।জানা গেছে,সোনার বাড়ি এলাকায় ললিতা সরকার নামের এক গৃহবধূকে তার স্বামী প্রায়ই অত্যাচার করত। এই নিয়ে ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন বারংবার তার স্বামীকে অনুরোধ করেছিল সমস্যা সমাধানের জন্য। সে কোনো সমস্যা সমাধান না করে উল্টে রবিবার রাত্রে স্ত্রীকে বাটাম দিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর ওই গৃহবধু ফের অত্যাচারের শিকারের কবলে পড়লে খবর দেয় তার বাড়ির লোকজনকে ।তড়িঘড়ি বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ময়না গুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। গৃহবধূর দাদা অমল সরকার জানান “আমার বোনের উপর তার স্বামী নিয়মিত শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত। আমরা আমাদের বোনের স্বামীর আইনানুগ শাস্তির দাবি করছি।”
More Stories
পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ
ঘুমন্ত স্বামীকে গলার নলি কেটে খুন করল স্ত্রী, নেপথ্যে কী কারণ? খোদ জানালেন অভিযুক্ত
বাংলাদেশের শিল্পীকে বয়কট : মধ্যমগ্রাম পরিবেশমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে