সময় কলকাতা ডেস্কঃ আনিস মারা গেছে। এখন তিনি সবার হয়ে গেছেন।বাঁকুড়ার চায়ে পে চর্চায় এসে বললেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আনিস মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করেন তিনি। তাঁর কথায় বাড়ির লোক আলাদা দাবি করছে আর অন্যরা অন্য কথা বলছে। আমরা চাই আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত হোক। খুনের প্রকৃত রহস্য সামনে আসুক। বাঁকুড়ার মালোপাড়া মোড়ে মঙ্গলবার আনিস মৃত্যু কান্ডে এই দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পুলিস হোক বা অন্য যে কেউ হোক ,দোষীদের শাস্তির দাবি করেন তিনি। নিহত আনিস খান বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে বলে জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ।আনিস হত্যা একটি রাজনৈতিক খুন হতে পারে বলে মত তাঁর। আনিসের ধর্মীয় পরিচয়ের কারনে সবাই ঝাঁপিয়ে পড়েছে বলে মনে করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।তাঁর দাবি বিজেপির ৫০ জনের বেশি কর্মী ও নেতা এই রাজ্যে হত্যা হয়েছে। কারো মনে হয়নি এটা অমানবিক ঘটনী। এর পরেও ,আমরা চাই আনিস খানের খুনিরা সাজা পাক। দিলীপ বাবু এই দিন বলেন ,নারদা সারদা কান্ডের তদন্ততেও সিট গঠন করা হয়েছিল । এই রাজ্যে সিট গঠন করা হয় ,সত্যকে চাপা দেওয়ার জন্য। আর আনিস খানের হত্যায় সিট গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন অভিযোগ দিলীপ ঘোষের। তিনি আরো বলেন সবাই সিবিআই তদন্ত চায়। রাজ্য সেটা কেন করছে না প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। কলকাতা মেডিক্যাল কলেজে নতুন চিকিৎসকদের চরক শপথ বাক্য পাঠ করানো হয়।যা নিয়ে সার্ভিস ডক্টরস ফোরাম সমালোচনায় সরব হয়েছে।সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, মানুষের দায়িত্ববোধ বৃদ্ধির জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। এতে মানুষের দায়বদ্ধতা বাড়ে।আর ডক্টরস ফোরাম চায়না বলে,সেই কাজ করা যাবেনা। তা তো হয়না দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের।তিনি বলেন চিকিৎসকদের মনে হয়েছে শপথ গ্রহণের মাধ্যমে তাঁদের দায়বদ্ধতা বাড়বে তাই তাঁরা করেছেন। আপত্তি করা কিছু মানুষের ধর্মে পরিনত হয়েছে বলে কটাক্ষ করেন তিনি।পুরসভা নির্বাচন ও বিজেপির অন্তর্কলহ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, শাসক দল লোককে ভয় দেখাচ্ছে। যাতে ভোটটা ঠিক ভাবে না হয়। আমরা চেষ্টা করব মানুষ যাতে ভোট দিতে পারে এবং ফলাফল ঠিকমতো হয়। বিধানসভা নির্বাচনের পর আমাদের দলের সংগঠনে বিরাট পরিবর্তন করা হয়েছে। তা নিয়ে অনেকে সন্তুষ্ট হয়নি। ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
More Stories
মেদিনীপুরে ‘বিষ’ স্যালাইন কাণ্ডে এবার সন্তানহারা অসুস্থ প্রসূতি!
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!