Home » আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন রাজনৈতিক অভিসন্ধি প্রসূত

আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন রাজনৈতিক অভিসন্ধি প্রসূত

সময় কলকাতা ডেস্ক :  হাওড়ায় আনিস খানের হত্যা নিয়ে দিনভর উত্তাল রাজ্য।কলকাতার রাজপথ থেকে রাজ্যের নানান রাজ পথে আন্দোলনে সামিল রাজ্যের ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল।দিনের বড় আন্দোলন কলকাতার রাজপথ। উত্তর চব্বিশ পরগনায় পুরভোটের প্রচারে এসে আনিস খান কেন্দ্রিক আন্দোলন জিইয়ে রাখার কারণ বিশ্লেষণ করে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় সরব হলেন আন্দোলনের চালিকা শক্তির কায়েমী স্বার্থের বিরুদ্ধে।

সোমবার আমতায়  রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বিক্ষোভের মুখে পড়েছিলেন।আর কলকাতার রাজপথে সেই বিক্ষোভের আঁচ সামলাতে পুলিসকে চালাতে হয় লাঠি। এই আন্দোলনের নেপথ্য শক্তির সন্ধান খুঁজে বের করার প্রচেষ্টায় মধ্যমগ্রামে পুরনির্বাচনের প্রচারে এসে আক্রমনের নিশানায় রাখলেন তৃণমুল নেতা ও রাজ্যের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তিনি এই দিন বলেন রাজ্যের সংখ্যালঘু মানুষ শুধু নয়- রাজ্যের সব মানুষকেই আগলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই আন্দোলন জিইয়ে রাখার পেছনে রয়েছে বিশেষ রাজনৈতিক অভিসন্ধি।

এদিন পুরনির্বাচনের প্রচার আসা তৃণমুল নেতা ও রাজ্যের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আক্রমনের নিশানায় চলে এসেছে মূলত রাজ্যের বামপন্থীরা।তাঁর অভিযোগ, অকারনে একটি সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছে কিছু বাতিল নেতাদের নিয়ে।বিধানসভা ভোটের ফলাফল বলে দিয়েছে মমতা বন্দোপাধ্যায় কি ভাবে রাজ্যের মানুষের উন্নয়নের কাজ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যখন ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তখন সে বিষয়ে ভরসা রাখা দরকার- দাবী রাজ্যের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আনিসের হত্যাকারীদের কোন রেয়াত করা হবে না।দোষীদের সাজা দেবেই সরকার, ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের।

পুরপ্রচারের বার্তা হিসেবে এদিন তিনি বলেন মধ্যমগ্রামে রথীন ঘোষ ও তৃণমূল ভোটে প্রতিবার জেতে কারণ তৃণমুল কংগ্রেসের শাসন কালে মধ্যমগ্রামের  সামগ্রিক পরিবর্তন ঘটেছে। মধ্যমগ্রামে পুরভোটপ্রচার সেরে বারাসাতেও পুরনির্বাচনের প্রচার করেন পার্থ চট্টোপাধ্যায়। বারাসাতের ২৫ নম্বর ওয়ার্ডে পম্পি মুখোপাধ্যায়ের সঙ্গে রোড ৱ্যালি করেন শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।।

About Post Author