Home » “জলপাইগুড়িতে এবার বিরোধী বলে কিছুই থাকবেনা” দাবি অরূপ বিশ্বাসের

“জলপাইগুড়িতে এবার বিরোধী বলে কিছুই থাকবেনা” দাবি অরূপ বিশ্বাসের

সময় কলকাতাঃ রাজ্যের ১০৮ টি পুর ভোটের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই । সমস্ত রাজনৈতিক দলই শুরু করেছে নির্বাচনী প্রচার । কোন দলই ভোটের ময়দানে এক চুলও জায়গা ছাড়তে নারাজ । তারই মধ্যে এদিন এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

মঙ্গলবার রাতে একটি হোটেলে জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও মালবাজারের তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন অরুপ বিশ্বাস । তারপরেই তিনি একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করেন । এদিন তিনি বলেন , ” এবার জলপাইগুড়িতে বিরোধী বলে কিছুই থাকবেনা, তিনটি পুরসভার মোট ৫৭ টি আসনেই আমরা জয়ী হব । কংগ্রেসকে মানুষ বলছে ফুটো নৌকো, ওতে যে বসবে সে-ই ডুববে ।” পাশাপাশি এদিন তিনি সিপিআইএম ও বিজেপি কেও কটাক্ষ করে বলেন , “সিপিআইএম পার্টিটা খায় না মাথায় দেয় কেউ জানেনা । আর বিজেপি বাংলার মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়ে ভোট নিয়েছে । এখন সেটা ধরা পড়ে গিয়েছে । এই জগাই মাধাই গদাই এর বিরুদ্ধে আমরা এক সাথে লড়ছি ।” এদিন তিনি এই সাংবাদিক বৈঠকে আরও জানান, বুধবার জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভার সমস্ত প্রার্থীদের নিয়েও বৈঠক করবেন তিনি।

About Post Author