সময় কলকাতা: কাগজ কুড়োতে এসে বোমা ফেটে একটি হাত উড়ে গেল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মহাজনপট্টি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে ময়লাস্তূপ থেকে প্লাস্টিক কুড়নোর সময় একটি বোমার আচমকা বিস্ফোেরণ ঘটে। বিস্ফোরণে একটি হাত উড়ে যায় ওই নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় জখম ওই নাবালককে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা ময়লার স্তূপের মধ্যে বোমা রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতিদিনের মতন মঙ্গলবারও রামপুরহাটের মহাজনপট্টিতে কাগজ কুড়োতে এসেছিল পাকুড়ের এক নাবালক ।বাড়ির পাশে ময়লার স্তূপ পরে থাকায় সেখান থেকে প্লাস্টিক কুড়োচ্ছিল সে। এমন সময় তীব্র বিস্ফোরণে কেপে ওঠে গোটা এলাকা। নাবালকের আর্তনাদে ঘটনাস্থলে ছুটে আসে প্রতিবেশীরা। তারা গিয়ে দেখেন মাটির উপরে পরে কাতরাচ্ছে ওই নাবালক, দেখা যায় বিস্ফোরণের ফলে তার একটি হাত উড়ে গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুর হাট থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বিস্ফোরণের বিভিন্ন তথ্য । আশঙ্কাজনক অবস্থায় জখম নাবালককে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত করার পাশাপাশি কে বা কারা ওই স্থানে বোমা রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য গত মাসেই বোমা উদ্ধারকে ঘিরে উত্তপ্ত হয় বীরভূমের লাভপুর, খয়রাশোল, দুবরাজপুর। ফের আজ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটল রামপুরহাটে। আগামী রবিবার বীরভূমের ৫টি পুর সভা ভোট।তার আগেই রামপুরহাটে বোমা বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের রামপুরহাটে । ভোটের আগে ফের প্রশ্নের মুখে পড়ে গেল জেলা বীরভূমের আইন শৃঙ্খলা ব্যবস্থা।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু