Home » শ্রীলঙ্কায় বিদেশী মুদ্রার ভাঁড়ার একেবারে শূন্য, তেল কেনার টাকা নেই, ধুঁকছে অর্থনীতি

শ্রীলঙ্কায় বিদেশী মুদ্রার ভাঁড়ার একেবারে শূন্য, তেল কেনার টাকা নেই, ধুঁকছে অর্থনীতি

সময় কলকাতা ডেস্কঃ করোনা অতিমারিতে সমগ্র পৃথিবীর অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। তার প্রভাব যেমন পড়েছে বিশ্বের উন্নত দেশগুলিতে, তেমনই প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশ গুলিতেও। বিশেষ করে এশিয়া মহাদেশের ছোট ছোট দেশগুলিতে। করোনা মহামারিতে লকডাউনের ফলে বহু শিল্প কারখানা্র দরজা বন্ধ হয়েছে। যার ফলে একদিকে যেমন বেড়েছে বেকারত্ব তেমনই বেড়েছে খাস্য সংকটও।প্রায় দু’বছরে নানান কারণে ধুঁকছে ভারতীয় মহাদেশের পড়শি দেশগুলি। তেমনই কয়েক বছর ধরে নানা কারণে ধুঁকছে শ্রীলঙ্কার অর্থনীতিও। এই মুহুর্তে সে দেশের সবচেয়ে বড় সংকট, টাকা নেই তেল কেনার। রাজকোষ তলানিতে এসে থেকেছে।

যেখানে বিশ্বের বাজারে জ্বালানি তেলের ব্যারেলের দাম প্রতিদিন ওঠা নামা করে সেখানে বেঁধে দেওয়া দরে ডিজ়েল বেচতে গিয়ে সমস্যায় পড়ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা কেলন পেট্রলিয়াম কর্পোরেশন। তাদের ২০২১ সালে লোকসান হয়েছে ৪১.৫ কোটি ডলার। তার ওপর গোদের ওপর বিষ ফোঁড়া। করোনার কারণে বিদেশী পর্যটক আসা বন্ধ। যার ফলে বাইরে থেকে বিদেশী মুদ্রা আসাও একবারে বন্ধ। অতএব বিদেশী মুদ্রা বা ডলারের ভাঁড়ার একেবারে শূন্য। অবস্থা এতটাই সঙ্গীন যে, দু’টি জাহাজে করে বাইরে থেকে তেল এসেও, পড়ে আছে বন্দরে  ডলারের অভাবে তা হাতে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তেলমন্ত্রী উদয় গমনপিলা।
শ্রীলঙ্কার তেল সংস্থা কেলন পেট্রলিয়াম কর্পোরেশনের দাবি, এই মুহূর্তে হাতে তেল কেনার অর্থ নেই। মন্ত্রী জানান, দেড় মাস ধরেই সরকারকে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তিনি। তাঁর মতে, এখন অবস্থা সামাল দিতে পাম্পে তেলের দর বাড়ানো ছাড়া উপায় নেই।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে ৪০,০০০ টন ডিজ়েল ও পেট্রল কিনেছে শ্রীলঙ্কা সরকার। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে প্রকাশ দেশটিতে ক্রমশই কমে আসছে খাদ্য-সহ অত্যাবশ্যকীয়ও পণ্য। গত মাসে ২৫% শতাংশ হারে মূল্যবৃদ্ধির রেকর্ড ছুঁয়েছে ।শ্রীলঙ্কার বিদেশি মুদ্রা ভান্ডার বৃদ্ধি করতে ও খাদ্যপণ্য আমদানি করতে ৯০ কোটি ডলারের ঋণের প্রস্তাব রেখেছে ভারত। শ্রীলঙ্কার এই অবস্থায় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।

 

About Post Author