Home » রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আড়ালে জমছে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সিঁদুরে মেঘ ?

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আড়ালে জমছে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সিঁদুরে মেঘ ?

সময় কলকাতা ডেস্কঃ আন্তর্জাতিক মহলের আশঙ্কাই সত্যি করে শেষ পর্যন্ত রাশিয়া আর ইউক্রেনের সংঘাত শুরু হয়ে গেল। ইতিমধ্যেই ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা জবাবও দিয়েছে ইউক্রেনও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি সূত্রের খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক প্রদেশের বন্দর শহর মারিউপোল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারপরই ইউক্রেনের অন্যতম প্রধান শহর কারকিভ ও কিয়েভেও বিস্ফোরণ ঘটনোর খবর মিলেছে। সুত্র মারফত খবর পাওয়া গেছে এই দুই শহরের সেনাঘাঁটিতেও মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা বাহিনী। হামলার আরও খবর মিলেছে বেলগার্ড ও বাস্ত শহরেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই দুই দেশের সীমান্ত পেরিয়ে কারকিভ শহরের দিকে এগোচ্ছে রুশ বাহিনী। তবে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় ইউক্রেনও। কড়া জবাব দিচ্ছে তারাও। এদিকে ইউক্রেনের দাবি তারাও রাশিয়ার ৫ টি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টারকে তাদের কব্জায় আনতে সক্ষম হয়েছে। এমনটাই জানিয়েছে সে দেশের সেনা আধিকারিকরা। এই পরিস্থিতিতে ইউক্রেনে  আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ব্যবস্থা করেও খালি হাতে ফিরতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে। কারণ ইউক্রেনের প্রধান শহর কিয়েভ সহ বিভিন্ন শহরে রুশ হামলার কারণে আকাশ পথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। যার ফলে ভারতীয় বিমান এয়ার ইন্ডিয়া সেখানে অবতরন করা অনুমতি পায়নি। ফলে ইউক্রেনে আটকে পড়েছেন প্রায় ২০ হাজার পড়ুয়া। ইতিমধ্যেই এই নিয়ে রাষ্ট্রসংঘে (UNO) উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি।পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের সংঘাতের প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারেও। বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই বড় ধাক্কা খেল সেনসেক্স, নিফটি। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই হতাশ হয়ে পড়েন লগ্নিকারীরা। কারণ বাজারে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। ফলে বাজার থেকে টাকা তুলে নিতে চাইছেন বড় লগ্নিকারীরা। যার দরুন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। এর প্রভাব পড়েছে এশিয়ার সমস্ত শেয়ার বাজারেও।

শুধু শেয়ার বাজারে নয়, যুযুধান দুই দেশের হামলায় প্রভাব পড়ল বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের দামেও। ব্যারেল প্রতি একশ ডলার পার করল তেলের দাম। এর ফলে বাড়তে পারে জ্বালানি তেলের দাম সহ রান্নার গ্যাসের দামও।ভারত প্রথম থেকেই চাইছিল রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি আলোচনার মাধ্যমেই সমস্যা মিটিয়ে নিক। কিন্তু শেষ পর্যন্ত সবমিলিয়ে ইউক্রেনের আকাশে এখন বারুদের গন্ধ। ফলে স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বের মতো উদ্বেগ বাড়ছে ভারতেরও। অনেকেই এই যুদ্ধের ছায়ার আড়ালে তৃতীয় বিশ্বযুদ্ধের সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন।

 

About Post Author