সময় কলকাতা ডেস্কঃ বাঁকুড়ায় ফের মুখোমুখি দুটি লরির সংঘর্ষ । বুধবার বাঁকুড়ার সোনামুখীর অন্তর্গত শীতলজোর কালীতলার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর এদিন রাত সাড়ে দশটা নাগাদ পরপর দুটি ধান বোঝাই লরি সোনামুখী থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সামনের বারো চাকার লরিটি আচমকাই ব্রেক কষে। ফলে পিছনে থাকা ছয় চাকার লরিটি সামনের লরিটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ছয় চাকার লরির খালাসি সহ তিনজন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আহত তিনজনের নাম সনাতন লোহার,বাবু লোহার এবং গণেশ লোহার।ওই তিনজনেরই বাড়ি বাঁকুড়ার ধানশিমলা গ্রামে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সোনামুখী এলাকায়। স্থানীয়রাই খবর দেয় সোনামুখী থানায়।খবর পেয়ে থানার পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সোনামুখী প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় গনেশ লোহারের।পরে বাকি দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুলিশি তৎপরতায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে পাঠানো হয়।এমন মর্মান্তিক দুর্ঘটনার ফলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
More Stories
Ratua Viral Video: রতুয়ায় সালিশি সভায় মহিলাকে বেঁধে মারধর, ভাইরাল ভিডিও শেয়ার করে সমাজমাধ্যমে সরব বিরোধী দলনেতা
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর