সময় কলকাতা ডেস্কঃ পুরভোটে মানুষ ভোট দিতে না পারলে ইভিএম মেশিন ভেঙ্গে দেওয়ার হুমকী দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আর বৃহস্পতিবার বারাসাত ১০ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত পালের প্রচারে এসে বারাকপুরের সাংসদকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যে পুরভোট অবাধ ও সুষ্ঠভাবে হবে।মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশ্বাস দেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর বিজেপির সাংসদ অর্জুন সিং এর গড় ভাটপাড়াতেও শান্তিতেই ভোট হবে বলে দাবি জ্যোতিপ্রিয়র।বনমন্ত্রী এদিন বলেন ‘অর্জুন সিং ইভিএম ভাঙ্গার কথা বলে বেড়াচ্ছে। ও গন্ডগোল করতে পারবে না। আর তৃণমুলও গন্ডগোলে অংশ নেয় না। আর ‘ও’ যদি ইভিএম ভাঙ্গতে পারে তাহলে ওকে শ্রীঘরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার’। মন্ত্রী হুঙ্কারের সুরে এদিন বলেন আমি অর্জুন সিং এর ক্ষমতা দেখতে চাই। বনমন্ত্রীর আরো সংযোজন, অর্জুন সিং মুখে মারিতং জগত । কাজে ও কিছু করতে পারে না ।শুধু মুখে বড় বড় কথা। তিনি বলেন আমি জ্যোতিপ্রিয় মল্লিক ওকে চ্যালেঞ্জ দিলাম ইভিএম ভেঙ্গে দেখাক। ওর দমটাকে আমি জ্যোতিপ্রিয় মল্লিক চ্যালেঞ্জ দিলাম ।ওকে সঙ্গে সঙ্গে জেলে পুরে দিতে না পারলে আমার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয়।বলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এদিন ব্যারাকপুরের সাংসদকে চ্যালেঞ্জ করেই ক্ষান্ত হননি রাজ্যের বনমন্ত্রী।তাঁর অভিযোগ অর্জুন সিং বরাবরই মাস্তানের মত কথা বলে এসেছে।আসলে ও কিছু নয়।ওর নিজের ভগ্নিপতি,ভাইপো,ভাগ্নে সহ সকলেই ওর দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। অপেক্ষা করুন দুমাসের মধ্যে ওর ছেলেও দল ছেড়ে বেড়িয়ে আসতে পারে, দাবি তৃণমুল নেতা ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তবে অর্জুন সিং বিজেপি ত্যাগ করতে চাইলে ওকে দল নেওয়া হবে কিনা সেটা একটা প্রশ্ন বলে জানান তৃণমুল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি অর্জুন সিং একটা পচে যাওয়া পন্য।ওর থেকে দূর্গন্ধ বের হচ্ছে বলে জানান তিনি।আনিস খান হত্যাকাণ্ডে গঠিত সিটকে ক্লিনচিট দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি এদিন বলেন গত দশ বছরে সিবিআই এর তদন্তে কোন সফলতা আসেনি। বরং সিটের তদন্তে সাফল্য বেশী।তাই বিরোধীরা সিবিআই সিবিআই বলে ভোটে বাজার গরম করতে চাইছে।মুখ্যমন্ত্রীর গঠন করা সিট নিরপেক্ষ তদন্তই করবে বলে জানান বনমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা রাহুল সিনহা আনিস খানের খুনের ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি করেছেন।এই কথা শুনে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিক্রিয়া ওদের শরীরে সোডিয়াম আর পটাশিয়াম কমে গেছে তাই ভুল বকছে ওরা। এদিন বারাসত ১০ নং ওয়ার্ডের প্রার্থী দেবব্রত পালকে পাশে বসিয়ে রাজ্যের বনমন্ত্রীর ঘোষণা ক্ষমতায় আসার পরও এই ওয়ার্ডটি তৃণমূল কোনদিন জিততে পারে নি। তবে এবার এই ওয়ার্ডের মানুষ তৃণমূলকেই ভোট দেবে এমনই দাবি তাঁর।
আর এই ওয়ার্ডের তৃণমুল কংগ্রেসের প্রার্থী দেবব্রত পালের দাবি ওয়ার্ডের উন্নয়নের জন্যই মানুষ তাঁকে এবার জয়ী করবে।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত