সময় কলকাতা ডেস্ক: কোভিড বিধি মেনেই হবে আসানসোল পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। যা শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে আসানসোলের রবীন্দ্র ভবনে। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে অনুষ্ঠানস্থল ঘুরে দেখলেন পুলিশ কমিশনার নীতিন সিংঘানিয়া সহ ডিএসপি পদমর্যাদার আধিকারিকেরা।
কোভিড প্রটোকল মেনে কিভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে তা নিয়ে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে জরুরী বৈঠকে বসেন আসানসোল পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। বৈঠক শেষে আসানসোলের পুলিশ কমিশনার নিতীন সিংঘানিয়া বলেন, নির্বাচিত অতিথিদের সঙ্গে দুজন করে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রত্যেককে নির্দিষ্ট কোভিড প্রটোকল মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি।
শুক্রবার আসানসোল পুরসভার মেয়র ও চেয়ারম্যান পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। ওইদিন আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিড় জমাতে পারেন সাধারণ মানুষেরা। তাই শহরের ট্রাফিক ব্যবস্থা ও গাড়ি পার্কিং এর উপরে বিশেষ জোর দেওয়া হবে বলে জানান ডিসিপি অভিষেক মুদি।
পুরো নির্বাচনে বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবারের আসানসোলে পুরো নির্বাচনে। দু একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে থাকলেও পরবর্তীকালে নির্বাচন কমিশন ঘোষণা করে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
More Stories
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার শার্প শ্যুটার , মালদহকাণ্ডে গ্রেফতারির সংখ্যা ৮