সময় কলকাতা ডেস্কঃ ঠিকাদার কর্মীকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ এবার মালদায়।কন্ট্রাক্টরি কাজের সিকিউরিটি ডিপোজিটের চেক আনতে গিয়ে মার খেতে হয় তাকে।ঘটনাটি ঘটে মালদার কালিয়াচকের ৩ নম্বর ব্লকে।পঞ্চায়েত প্রধান উদয় সরকারে গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল বৃহস্পতিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঠিকাদার কর্মীর নাম আনারুল ইসলাম।তার বাড়ি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মোয়াজ্জেম মোড়ে। এদিন তিনি কৃষ্ণপুরে গ্রাম পঞ্চায়েতে নিজের কন্ট্রাক্টরি কাজের চেক আনতে যান। সে ১১টি কাজের চেক আনতে গেলে তাকে ৭টি চেক দেওয়া হয়।বাকিটা অনলাইনে দেওয়া হবে বলে পঞ্চায়েত প্রধানের অফিস থেকে জানানো হয়।এরপরই সেই অফিস থেকে বেরোনোর মূহুর্তে পঞ্চায়েত প্রধানের মদতে তার দল আচমকা রড দিয়ে পেটাতে শুরু করেন ওই ঠিকাদার কর্মীকে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেন।
আনারুল ইসলামের অভিযোগ, তিনি বেশ কিছু দিন ধরেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকারের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজের টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। গতকাল তিনি ওই টেন্ডার বাতিলসহ স্বচ্ছতার সাথে নতুনভাবে টেন্ডার করার জন্য জেলাশাসক ও ব্লক অফিসে একটি পিটিশন জমা করেন।তারপর থেকেই ওই পিটিশন তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন এবং এমনকি নানা হুমকি দিতে থাকেন পঞ্চায়েত প্রধান।কিন্তু তিনি এই পিটিশন তুলে নিতে রাজি হননি।যার ফলে পঞ্চায়েত প্রধান ও তার দলবল ক্ষুব্ধ হয়ে তার উপর এই হামলা চালান।
এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পঞ্চায়েত প্রধান ও তার দলবলের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আনারুল ইসলামের ও স্থানীয়দের তরফে।বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে