Home » গরমে কিভাবে নেবেন চুলের বাড়তি যত্ন

গরমে কিভাবে নেবেন চুলের বাড়তি যত্ন

সময় কলকাতা ডেস্কঃ গরম পড়ার সঙ্গে সঙ্গে কমবেশি সবাই চুল ঘামার সমস্যায় পড়েন।বিশেষ করে যেসব মেয়েদের চুল লম্বা তাঁদের সমস্যা একটু বেশিই হয়।অঝোর ধারায় ঘাম হতে থাকে।সেই ঘাম বসে গিয়ে জ্বর বা সর্দি হওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়। আর এই ঘামই চুল চিটচিটে বা তৈলাক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ।আবার চুল কাটতেও খারাপ লাগে।এর সঙ্গে বেড়ে যায় চুল পড়ার সমস্যাও।এই সময় চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যায়।তাই এই সময়  চুলের যত্ন নিতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন।

যেমন হিট ট্রিটমেন্টঃ

গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে। তাই চেষ্টা করুন,এ সময়ে এমন কোনও হেয়ার স্টাইল করবেন না যাতে হিট দেওয়ার প্রয়োজন হয়।

চুলে তেলের ব্যবহারঃ

নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভালো করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন।তারপরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।চুল এতে নরম থাকে।এছাড়াও চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করুন।গরমে চুলের যত্ন নিতে গিয়ে তেলকে বাদ দিলে হবে না।

প্রতিদিন শ্যাম্পু করুনঃ
যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের অবশ্যই প্রতিদিন চুলে শ্যাম্পু করতে হবে এবং শ্যাম্পু করে কন্ডিশনার লাগানো উচিত।শ্যাম্পু করার পরে খেয়াল রাখতে হবে চুলের গোড়ায় যেন বাড়তি শ্যাম্পু না থাকে।

মাথা ঠাণ্ডা রাখতে আ্যলোভেরার প্যাক ব্যবহার করুনঃ
এই গরমে আ্যলোভেরা মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে। স্নানের আগে আ্যলোভেরার রস লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে চুল ধুয়ে নিতে পারেন।এছাড়াও আ্যলোভেরার রস,মেথি গুঁড়ো,ও ত্রিফলা (আমলকী,হরীতকী,বহেরা ভেজানো জল)একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন।এতে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করবে।

চুল হালকা করে বাঁধুনঃ
এই গরমে চুল আটোসাটো করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন।আর এমন হেয়ার স্টাইল করুন যেটি গরমের সময় আরামদায়ক হবে।

ছাতা বা স্কার্ফ ব্যবহার করুনঃ
গরমে চুলের যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন।এতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধুলোবালি থেকে রক্ষা পাবে।

উপরের এই টিপস গুলো মেনে চললে গরমে আপনার চুল দেখাবে সুস্থ ও উজ্জ্বল। তবে হ্যাঁ,চুলের যত্ন নিতে এই গরমে বেশি করে জল ও ফল খান।

About Post Author