সময় কলকাতা ডেস্ক: ইউক্রেনে আটকে থাকা ছেলেকে ফেরাতে সরকারের কাছে কাতর আর্জি জানালেন ধূপগুড়ির কাজীপাড়া এলাকার বাসিন্দা রেখা বিশ্বাস। চার বছর আগে ধূপগুড়ির প্রত্যন্ত গ্রাম গাদং-১ নং গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া এলাকা থেকে ইউক্রেনের ভিএন কারার্জিন ন্যাশনাল মেডিকেল ইউনির্ভাসিটিতে মেডিকেল পড়ার সুযোগ পান আশিস বিশ্বাস। বর্তমানে তিনি মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র। বাবার মুদির দোকান চালিয়ে কোনও রকমে সংসার চালান আশিসবাবুর বাবা বাবন বিশ্বাস ।
বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও বাবার, আশা ছিল ছেলে একদিন বড় ডাক্তার হয়ে দেশে ফিরে আসবে। গত বছর করোনার কারণে লকডাউনে বাড়িতে এসেছিল। দীর্ঘদিন থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গত বছরের ফেব্রুয়ারি মাসে ফের ইউক্রেনে পাড়ি দেয় আশিস। কিন্তু ফের ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ায় আশিস এখন ঘরবন্দি। বাড়ির এক কিলোমিটার দূরে মিসাইলের শব্দ। ইউক্রেন সরকারের পক্ষ থেকে ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে। আশিস জানায়, ভারতীয় দূতাবাস থেকে একটি মাত্র ফর্ম ফিলাপ করতে বলা হলেও আর বেশি কিছু জানানো হয়নি।
ধূপগুড়ির বাড়িতে বাবা বাবন বিশ্বাস এবং মা রেখা বিশ্বাসের দিন রাত কাটছে টিভিতে চোখ রেখে। মা রেখা বিশ্বাস জানান, শুনেছি ইউক্রেন থেকে আটকে থাকাদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ছেলের চিন্তায় বাড়িতে রান্না বন্ধ রয়েছে। স্থানীয়রা এসে খোঁজ খবর নিচ্ছেন। বাবা বাবন বিশ্বাস জানান, খুব চিন্তায় আছেন। এখন পর্যন্ত সরকার থেকে কোনো যোগাযোগ করেনি। তবে ছেলের সাথে ফোনেই যোগাযোগ হচ্ছে।
More Stories
ধর্মঘটের দিন বাম নেতাকে ওসি-র চড়, কলকাতা হাইকোর্টে মামলা
বিভাগের অধ্যাপক-এর হাতে যৌন নিগ্রহের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে নিহত ছাত্রী
জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার