সময় কলকাতা : আনিস খুন নিয়ে বামেদের আন্দোলনে উত্তাল হল হাওড়ার পাঁচলা।এই জেলার গ্রামীন পুলিস সুপারের অফিসে বামেদের বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শনিবার। আনিস হত্যায় ইতিমধ্যে দুই পুলিস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আনিস হত্যার আট দিন পর বাম ছাত্র ও যুবর বিক্ষোভকে থামাতে সকাল থেকে প্রস্তুত হয় পুলিস।জেলার পুলিস সুপারের অফিসের সামনে বাঁশের ব্যারিকেড তৈরী করা হয়।জাতীয় সড়কের গায়ে পুলিস সুপারের অফিসের সামনে রাখা হয় জল কামান।হাজির ছিল কয়েকশো পুলিস, রাফ, স্টাকো ফোর্স।এক প্রকার দূর্গে পরিনত করা হয় হাওড়া গ্রামীন জেলার পুলিস সুপারের অফিস। বাম ও যুব কর্মীরা আনিস হত্যার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের সাজার দাবীতে এদিন হাজির হয় হাওড়া গ্রামীন জেলার পুলিস সুপারের অফিসে।মিছিল করে তারা ক্রমশ এগোতে থাকে পুলিস সুপারের অফিসের দিকে।ব্যারিকেডের সামনে আটকে পড়ে সেই প্রতিবাদ মিছিল।বাঁশ আর গার্ড রেলের ব্যারিকেডকে ভেঙ্গে এগানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা।
ব্যারিকেডের সামনে সশস্ত্র পুলিস কর্মীকে অস্বীকার করেই বাম বিক্ষোভকারীরা ভেঙ্গে ফেলে পুলিসের ব্যারিকেড।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এর পর পুলিস শুরু করে বল প্রয়োগ।চালাতে থাকে লাঠি।এক দিকে পুলিসের লাঠির সামনে পিছু হঠতে শুরু করে বাম বিক্ষোভকারীরা।এর পরেই জাতীয় সড়কের পাশে থাকা ইট তুলে রাস্তায় ভেঙ্গে তা ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা।জাতীয় সড়কের এক পাশের রেলিং এর আড়াল থেকে পুলিস সুপারের অফিস লক্ষ করে একের পর এক ইঁট ছুড়তে থাকা তারা।লাগাতার ইট বৃষ্টির সামনে দিশাহারা পুলিস কর্মীরা এর পর ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়।হাওড়া গ্রামীন পুলিস সুপারের অফিসের লোহার রেলিং ও চাদার ভেদ করে ইঁট পড়ে জেলার পুলিস সুপারের অফিসে।দেখা যায় তীব্র ইটের আঘাতে পুলিস সুপারের অফিসের গেটের চাদারে বড় ছিদ্র হয়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুধুই ইট বৃষ্টি নয়।বোতল বোমাও ছোড়া হয়েছে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে বাম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েক জনকে আটক করে পুলিস।তবে পুলিস ও বিক্ষোভকারীদের লড়াইয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বাম কর্মী নেতা ও পুলিসকর্মী।দেখা যায় ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিস কর্মীর মাথাও ফেটে গেছে।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, আনিসের ময়নাতদন্ত সোমবার হওয়ার কথা।পুলিস মরদেহ চুরির চেষ্টা করে কেন আগে গেল।বিমান বসুর আরো অভিযোগ, টি আই প্যারেডের নামে নকল লোককে ধরে প্যারেড করাচ্ছে পুলিস।আসল অপরাধীকে আড়াল করা হচ্ছে।তাই এই প্রতিবাদ।বামফ্রন্টের চেয়ারম্যান এদিন হুমকির দিয়ে বলেন, আগামীকাল ভোট আবার আন্দোলন হবে।
More Stories
ধর্মঘটের দিন বাম নেতাকে ওসি-র চড়, কলকাতা হাইকোর্টে মামলা
জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার
চলতি বর্ষার জলে ডুবে শতাধিক স্কুল, সিলেবাস শেষ হবে তো?