সময় কলকাতা ডেস্ক : অবশেষে ইউক্রেন থেকে বাড়ি ফিরল বারাসত হৃদয়পুরের তিয়াসা বিশ্বাস। বুধবার মধ্যরাতে তিয়াসা বাড়ি ফেরে।
তিয়াসা আমাদের সঙ্গে শেয়ার করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের থাকা সময়কার অভিজ্ঞতা। কিভাবে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেটে পোলান্ড বর্ডারে পৌঁছেছে সে। তারপর পোলান্ড বর্ডারে হেনস্থা হতে হয়েছে ভারতীয়দের। ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে অবশেষে ভারত সরকারের তৎপরতায় ভারতের মাটি ছোয়া শিহরণ জাগানো কথা জানায় তিয়াসা।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের শুরু থেকেই দুশ্চিন্তায় রয়েছে তিয়াসার পরিবার। কিভাবে মেয়ে ফিরবে বাড়ি সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিলো তিয়াসার বাবা-মায়ের। অবশেষে তিয়াসা বাড়ি ফেরায় খুশির জোয়ার পরিবারে।
তবে তিয়াসা জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ইউক্রেনে যেতে চায়। কিন্তু তিয়াসার পরিবার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
More Stories
ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা রাজ্যে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে
আইন কলেজের পরে এ বার আইআইএম কলকাতার জোকা ক্যাম্পাসে তরুণীকে যৌন নিগ্রহ
ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে অস্ত্রের কোপ! তৃণমূল নেতা খুনে তুঙ্গে শওকত-নওশাদ তর্জা