Home » বারাসাতে বর্ষবরণ : নতুন -আঙ্গিকে ও বোধে বঙ্গ সংস্কৃতির ঐতিহ্য উদযাপন

বারাসাতে বর্ষবরণ : নতুন -আঙ্গিকে ও বোধে বঙ্গ সংস্কৃতির ঐতিহ্য উদযাপন

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল : ‘নব আনন্দে জাগো.. “-  সমগ্র বঙ্গের মত  বারাসাতে বর্ষবরণ যেন নব আনন্দে জেগে ওঠার উৎসব উদযাপন। তবুও এখানে নতুন বছরের উদযাপন হয়ে উঠল স্বতন্ত্র। শহর  বারাসাতে রবিবাসরীয়  প্রভাতে বর্ষবরণ অনন্য  হয়ে উঠল সাংস্কৃতিক ভাবনার সামাজিক দ্বায়বদ্ধতায় । সংস্কৃতির চর্চায় নাগরিকদের প্রতি,নাগরিকদের নিয়ে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্যে দিয়ে একটি আলাদা মাপের পদযাত্রাা বয়ে নিয়ে এল অনন্য বার্তা।

কলকাতা এবং শহরতলীর মত জেলা ও বঙ্গজুড়ে রবিবার উদযাপিত  বর্ষবরণ।  উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতে বর্ষবরণ উৎসবে সাড়া মানুষের মধ্যে। বারাসাতেও নতুন বাংলা বছরকে দলমত নির্বিশেষে বরণ করে নিলেন।  আরেকটি নতুন বছর। ক্ষমতার অলিন্দে না থাকলেও সংস্কৃতির চর্চায় ও নতুনের আবাহনে বামপন্থীরা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বারাসাতবাসীর হৃদয়ে জায়গা করে নিল আরেকটি-বার। তাই তাঁদের পাশে এদিন সাধারণ মানুষের প্লাবন।

বারাসাত পৌরসভার ২৭ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্যর উদ্যোগে বাংলা ১৪৩১ বর্ষবরণ উদযাপন শুরু হয় বর্ণাঢ্য প্রভাত ফেরী দিয়ে। সকাল ৮ টায় নতুন পুকুর থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে চড়কডাঙগায় শেষ হয় এই প্রভাত ফেরী। অভিনব এই পদযাত্রায় প্রায় দুশো জন মহিলাসহ চার শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ছিল সব পেয়েছি আসর, ব্যান্ড , নৃত্যের দল, সঙ্গীতের দল, রণপা,ট্যাবলো। একটি পদযাত্রা বিবিধ আঙ্গিকের মধ্যে দিয়ে পালনে  খোদাই করা ছিল বাঙালির ঐতিহ্যের উড়ান।

সিপিএম পুরপিতা বরুণ ভট্টাচার্য্য জানান, “আমাদের মধ্যে ইংরাজি বছর নিয়ে অতিমাত্রায় মাতামাতির প্রবণতা দেখা যায়। কিন্তু আমরা ভুলে যাই আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে। সেজন্য ই দলমত নির্বিশেষে বাংলা বছরের আগমনকে ঐক্যবদ্ধ ভাবে স্বাগত জানাতে ই এধরনের কর্মসূচি গ্রহণ করি। শুধু মাত্র রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতায়ন, পৌর পরিষেবা নয়, এলাকার ঐতিহ্য – ক্রীড়া,সংস্কৃতির মানোন্নয়ন ও একজন পৌর প্রতিনিধির দায়িত্ব কর্তব্যের মধ্যেই তো পড়ে। ”

এদিনের বারাসাতের উৎসব আরেকবার জানান দিল, আপাত অরাজনৈতিক সামাজিক সংস্কৃতির পালন ও উদযাপনের মধ্যেই রয়েছে জনপ্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য। মানবিক বোধের চৰ্চায় সোনালি সাক্ষর হয়ে থাকল এক অসামান্য উদ্যোগ যার শরিক শয়ে-শয়ে বঙ্গ সংস্কৃতিপ্রেমী নাগরিক ।।

আরও পড়ুন হালখাতার খাওয়াদাওয়া ও হালখাতার ইতিহাস

About Post Author