Home » Puri Jagannath Temple: ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত বিজেপির, বৃহস্পতিবার থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চার প্রবেশদ্বার

Puri Jagannath Temple: ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত বিজেপির, বৃহস্পতিবার থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চার প্রবেশদ্বার

সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ ২৪ বছর পর বিজেডির রাজত্বকে শেষ করে বুধবারই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহন চরণ মাঝি (Mohan Charan Manjhi)। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন। সেইমত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ও ওডিশার সব মন্ত্রীদের উপস্থিতিতে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চার প্রবেশদ্বার। এদিন সকাল থেকেই সুবিধা পাচ্ছেন মন্দিরের দর্শনার্থীরা। 

আরও পড়ুন   T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবারই ক্যাবিনেট বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেখানেই পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানান। পাশাপাশি দ্বাদশ শতাব্দী এই মন্দিরের প্রয়োজন মেটানোর জন্য অবিলম্বে একটি বিশেষ তহবিল তৈরির কথাও তিনি জানিয়েছেন। জগন্নাথ মন্দিরের জন্য ৫০০ কোটির তহবিল তৈরি হবে। বিজেপির ইস্তেহারে বলা ছিল, বিজেপি সরকার ক্ষমতায় এলে পুণ্যার্থীদের জন্য মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হবে। বুধবার বৈঠকে বসেই এই সিদ্ধান্তে সিলমোহর দেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী। বলা হয়, রাজ্যের সব মন্ত্রীদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকেই খুলে যাবে মন্দিরের চারটি দরজা।

পাশাপাশি, দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির সিদ্ধান্তও হয় প্রথম ক্যাবিনেট বৈঠকে। তাই ক্ষমতায় ফিরতেই মন্দিরের চার দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। আগে মন্দিরের চারটি দরজাই পুণ্যার্থীদের জন্য খোলা থাকত। করোনাকালে বিধিনিষেধের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তৎকালীন বিজেপি সরকার। তিনটি দরজা বন্ধ করে দেওয়া হয়। কোভিড পরবর্তী সময় আর সেই তিন দরজা খোলেনি। বিধানসভা ভোটের ইস্তেহারে এই বিষয়টিতে জোর দিয়েছিল গেরুয়া শিবির। তাই ক্ষমতায় ফিরতেই মন্দিরের চার দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরের চারটি দ্বার হল উত্তর দ্বার,দক্ষিণ দ্বার,পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তীদ্বার। দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার। পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্র দ্বার।

#PuriJagannathTemple

#Latestbengalinews

#BJPGovernment’sBigStepInOdisha

About Post Author