Home » মমতার কড়া নির্দেশের পরই সল্টলেকে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পুলিশের

মমতার কড়া নির্দেশের পরই সল্টলেকে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পুলিশের

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় ফুটপাথ দখলদারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাস্তার দু’পাশে ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাবড় নেতা কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার নানা স্তরের কর্তাব্যক্তিদেরও। এ নিয়ে সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল নবান্ন সভাঘরে একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠক মিটতে না মিটতেই এবার অ্যাকশন মোডে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতার কড়া নির্দেশের ২৪ ঘণ্টা কাটার আগেই সল্টলেকে ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামল পুলিশ এবং পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজ়ার নিয়ে একাধিক দোকানের কাঠামো ভেঙে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নয়ানজুলির মধ্যেও বাঁশের মাচা করে টিনের কাঠামো দিয়ে দোকান তৈরি করা হয়েছিল। সেগুলিও ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  Optical Illusion: ৯৭ শতাংশ পাঠক ডাহা ফেল করেছেন এই ধাঁধার উত্তর দিতে, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে আপনি পারবেন?

একইসঙ্গে এদিন এসএসকেএম হাসপাতালের বাইরের ফুটপাথ দখলমুক্ত করতে উদ্যোগী হয় কলকাতা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। এদিন স্থানীয় কাউন্সিলর স্পষ্ট জানিয়ে দেন যে, ব্যবসায়ীদের দোকান ছোটো করতে হবে না, তবে দোকানের চেয়ার-টেবিল কিংবা ছাতার মতো জিনিসপত্র ফুটপাথে রাখা যাবে না। ফুটপাথ লাগোয়া অংশে স্টোভ, গ্যাস জ্বালিয়ে রান্না করা যাবে না। বাড়ি থেকে রান্না করে এনে খাবার বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা। একইসঙ্গে রাস্তা পরিষ্কার রাখতে হবে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। একইভাবে গড়িয়াহাটেও ফুটপাথ দখল করে থাকা দোকানদারদের বলা হয়েছে এক দিনের মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নিতে।

অন্যদিকে, ফুটপাত দখলদারির অভিযোগ রয়েছে শিয়ালদহ স্টেশন থেকে এনআরএস হাসপাতাল পর্যন্ত এলাকাতেও। হকারদের জন্য পথচারীদের হাঁটতে অসুবিধা হয় বলে অভিযোগ উঠেছে।

#মুখ্যমন্ত্রীমমতাবন্দোপাধ্যায়

#CMMamataBanerjee

#Latestbengalinews

About Post Author