Home » Copa America 2024 : অবশেষে গোল ফিরল মেসির পায়ে, কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

Copa America 2024 : অবশেষে গোল ফিরল মেসির পায়ে, কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ জুলাইঃ প্রথম দল হিসেবে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা ।  বুধবার কানাডাকে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। পাশাপাশি চলতি কোপায় গোলের খরা কাটালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে তাঁর পা থেকেই। দলের হয়ে প্রথম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। তাঁদের দুজনের করা গোলে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় লস আলবিসেলেস্তারা।

চলতি কোপা আমেরিকায় অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। কিন্তু তা সত্বেও খুশি হতে পারছিল না দলের সমর্থকরা। কারণ গোল আসছিল দলের অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। সেমিফাইনালে নামার আগে যা নিয়ে চিন্তায় ছিলেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিও। বুধবার তাঁদর সামনে ছিল কানাডা। যারা সকলকে চমকে দিয়ে প্রথমবারের জন্য প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। কিন্তু তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে খাতায় কলমে এগিয়ে নেমেছিলেন মেসিরা। কিন্তু তাঁদের কড়া প্রতিদ্বন্দ্বীতায় ফেলে দেয় কানাডা। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত হওয়া প্রায় আশি হাজার দর্শকের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করলেন আলফান্সো ডেভিসরা। প্রত্যাশা মতই এই ম্যাচে অভিজ্ঞ ডি মারিয়াকে প্রথম একাদশে রেখেছিলেন আর্জেন্টিনার কোচ। এছাড়াও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকেও শুরু থেকে নামিয়ে দেন তিনি। তার ফলও মেলে। ম্যাচের ২২ মিনিটে রড্রিগো ডিপলের ডিফেন্স চেরা পাস থেকে বল পয়ে যান আলভারেজ। ঠান্ডা মাথায় কানাডার একজন ডিফেন্ডারকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।  প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও স্কোরবোর্ডে পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ইউরো কাপের ইতিহাসে ফ্রান্স ও স্পেন

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ছয় মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। আশি হাজার সমর্থক যে মুহূর্তের জন্য প্রহর গুণছিল সকলে। এনজো ফার্নান্ডের বাড়ানো বল থেকে গোল করেন লিওনেল মেসি। এবারের প্রতিযোগিতায় এটাই তাঁর প্রথম গোল। কানাডার ফুটবলারেরা অফসাইডের আবেদন জানিয়েছিলেন। রেফারি ভারের সাহায্য নিয়ে জানিয়ে দেন সেই গোল বৈধ। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলের ফলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন এলএমটেন। পিছনে ফেললেন ইরানের আল দায়িকে। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কানাডা। ডান প্রান্ত ধরে বারবার আক্রমণে উঠে আর্জেন্টিনার রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত রেখেছেন ডেভিসরা। কিন্তু ব্যবধান কমাতে পারেনি।

About Post Author