Home » Rohit Arya Joins BJP : বিজেপিতে যোগ দিলেন আরও এক হাইকোর্টের প্রধান বিচারপতি

Rohit Arya Joins BJP : বিজেপিতে যোগ দিলেন আরও এক হাইকোর্টের প্রধান বিচারপতি

সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাইঃ গত লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে যাঁর বিভিন্ন মন্তব্য ও রায় নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বাংলার অভিজিতের পথে হেঁটে এবার রাজনীতিতে নাম লেখালেন আরও এক হাইকোর্টের  প্রধান বিচারপতি । তিনি মধ্যপ্রদেশের ভোপাল হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রোহিত আর্যা। শনিবার মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতির হাত ধরে পদ্মশিবিরেই নাম লেখালেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেননি। গত মে মাসে তিনি বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন। তার দুই মাস পর তিনি রাজনৈতিক জীবনে পা রাখলেন।

বিচারপতি হিসাবে রোহিত আর্যার বিভিন্ন রায় ও মন্তব্য নিয়ে চর্চা হয়। ২০২০ সালে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে তিনি জামিন দিয়েছিলেন। জামিনের সঙ্গে নজিরবিহীন শর্তও দিয়েছিলেন। তিনি আদেশ দিয়েছিলেন রাখীবন্ধনের দিন অভিযুক্তকে অভিযোগকারী মহিলার বাড়ি রাখী ও মিষ্টি নিয়ে যেতে হবে। মহিলা অভিযুক্তকে রাখী পড়ালে তবেই তিনি জামিন পাবেন। যুক্তি হিসাবে তিনি বলেন ভাই-বোনের সম্পর্ক স্থাপন হলে তবেই পুরুষদের মধ্যে অপরাধ প্রবণতা কমবে। তাঁর সেই রায় নিয়ে বিতর্কের ঝড় ওঠে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দেন। ২০২১ সালে ইন্দোরে অনুষ্ঠিত নববর্ষের একটি অনুষ্ঠানে কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকী ও নলীন যাদবের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত ও কোভিড প্রোটোকল ভাঙার অভিযোগে মামলা হয়। সেই মামলার শুনানি হয় বিচারপতি আর্যার এজলাসে। তিনি দুজনের জামিনের আবেদন খারিজ করে দেন। সেবারও সুপ্রিম কোর্টে তাঁর রায় ধাক্কা খায়। দুজনেই জামিন পেয়ে যান। এছাড়াও রোহিতের এজলাসে হওয়া বিভিন্ন ভার্চুয়াল শুনানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে। যেখানে ভিডিওতে দেখা যায় তিনি পুলিশ ও সরকারী আধিকারীকদের ধমক দিচ্ছেন। 

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচন, ফলাফল কিসের ইঙ্গিত?

আরও পড়ুনঃ Optical Illusion: আপনার দৃষ্টিশক্তি গোয়েন্দাদের মত, তা হলে ৩০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ইউরো ফাইনালে মহারণ, তরুণ ব্রিগেডেই আশার আলো দেখছে স্পেন ও ইংল্যান্ড

১৯৬২ সালের ২৮ এপ্রিল জন্ম হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রোহিত আর্যার। আইনজীবী হিসাবে ১৯৮৪ সালে মধ্যপ্রদেশের ভোপাল হাইকোর্টে কাজ শুরু করেন। ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ভোপাল হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০১৫ সালের ২৬ মার্চ স্থায়ী বিচারপতির আসনে বসেন রোহিত আর্য। গত মে মাসে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি। এবার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।

About Post Author