Home » Mohun Bagan : পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের খাতা খুলল মোহনবাগান

Mohun Bagan : পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের খাতা খুলল মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, ,সময় কলকাতা, ১৮ জুলাইঃ চলতি কলকাতা লিগের শুরুটা ভাল হয়নি মোহনবাগানের। প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র ও একটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল। গত ম্যাচে হারতে হয়েছিল চিরপ্রতিদবন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তারপর ক্লাবের সমালোচনায় মুখর হয় সমর্থক ও প্রাক্তন ফুটবলারদের একাংশ। কলকাতা লিগের মত প্রাচীন একটা প্রতিযোগিতাকে কেন গুরুত্ব দিচ্ছে না শতাব্দী প্রাচীন ক্লাব তাই নিয়েও ওঠে প্রশ্ন। চাপের মুখে অবশেষে জয়ের দেখা পেল মোহনবাগান ।

বৃহস্পতিবার নৈহাটির মাঠে পিয়ারলেসের মুখোমুখি হয়েছিল ডেগি কার্ডোজোর ছাত্ররা। ডার্বিতে হারের পর প্রতিযোগিতায় ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জিততেই হত মোহনবাগান শিবিরকে। তবে জেতার মত ফুটবল খেলতে পারলেন না সুহেল ভাটরা। মাঝমাঠকে নিয়ন্ত্রণ করতে পারা তো দূরের কথা নিজেদের মধ্যে একসঙ্গে অনেকগুলো সফল পাস খেলতে পারছিলেন না তারা। বরং অনেক গোছানো ফুটবল খেলছিল পিয়ারলেস। তবে এদিন ভাগ্যদেবী মোহনবাগানের প্রতি সুপ্রসন্ন ছিল। তাই খেলা শুরুর ২২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় দল। পেনাল্টি বক্সের বাইরে থেকে গোলমুখী জোরালো শট মারেন থুমসল টংসিন। শট নেওয়ার আগে বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানান তিনি। সেই শট রুখতে পারেননি পিয়ারলেস গোলরক্ষক সত্যব্রত মান্না। সঠিক দিকে ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি।

আরও পড়ুনঃ Jeakson Singh to East Bengal : আপুইয়াকে না পাওয়ার যন্ত্রণা, জিকসনে মেটাল ইস্টবেঙ্গল

আরও পড়ুনঃ Manchester United Transfer News : ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফুটবলার, কোন ক্লাবে যোগ দিলেন?

আরও পড়ুনঃ Manchester United Transfer News : রিয়াল মাদ্রিদকে টেক্কা, ডিফেন্ডারদের ‘এমবাপ্পেকে’ তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুনঃ Optical Illusion: দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

দ্বিতীয়ার্ধে শুরু হয় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি ভেজা মাঠে গোল শোধের আপ্রাণ চেষ্টা চালাতে থাকে পিয়ারলেস। তাদের একের পর এক আক্রমণ আঁচড়ে পড়তে থাকে মোহনবাগান বক্সে। কিন্তু কাঙ্খিত গোলোর দেখা তারা পায়নি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে মোহনবাগান। এই জয়েরপ পর চার ম্যাচে সবুজমেরুনের পয়েন্ট দাঁড়াল পাঁচ। মোহনবাগানের পরের প্রতিপক্ষ পুলিশ। ম্যাচ হবে কল্যাণী স্টেডিয়ামে। সেই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা আরও উন্নত করাই এখন লক্ষ্য কার্ডোজোর ছাত্রদের।

About Post Author