সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : জয় দিয়ে শুরু হল। যদিও ভারতের দেওয়া ২১৪ রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা লড়াই করে চলেছিল সমানে সমানে। ১৪ ওভারের শেষে স্কোরবোর্ডে রান ১ উইকেটে ১৪০। শেষ ছ ওভারে উঠল মাত্র ৩০ রান। তার মধ্যেই ৯ উইকেট পড়ল। ৪৩ রানে জিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারত। ফলশ্রুতি, জয় দিয়ে শুরু হল গৌতম গম্ভীরের জমানা ।
গৌতম গম্ভীরের জমানা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক সূর্য কুমার যাদব বলেছিলেন, ইঞ্জিন বদলালেও দলের খেলা বদলাবে না। কিন্তু কিছু ক্ষেত্রে বদলের ইঙ্গিত পাওয়া গেল। গৌতম গম্ভীর নিজেই বলেছিলেন, ভয়ডর হীন ক্রিকেটার চাই। যাই হোক, যশস্বী নিজের খেলা বরাবরের মতই আক্রমণাত্মক রেখেছিলেন। শুভমান গিলের মত সাবধানী ক্রিকেটারকেও ২০০র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখা গেল। তবে যথারীতি বিস্ফোরণ ঘটালেন অধিনায়ক সূর্য। দুদলের মধ্যে সেরা বোলার পাথিরানাকে অক্লেশে ছয় মারলেন। সূর্যর ব্যাটিং গৌতম গম্ভীরের জমানা শুরুর আগেও ধীর স্থির শান্ত মেজাজের ছিল না। তাহলে পরিবর্তন কোথায়? পরিবর্তন বিশ্বকাপ ফাইনালের মাত্র ৫ জনকে (সূর্য, পান্থ, হার্দিক,অক্ষর, আর্শদীপ ) নিয়ে খেলতে নেমে একটি টোটাল টিম গেম উপহার দেওয়া। একদিকে শ্রীলঙ্কার দুই ওপেনার ও পেসার পাথিরানা, অন্যদিকে ১১ জনের দলগত লড়াই। টিম ইন্ডিয়া তাই যোগ্যতম দল হিসেবে জয় পেল।
Kaushani Mukherjee : বহুরূপীর জন্য নিজের শরীরের একী হাল করলেন কৌশানি?
উদাহরণ হিসেবে ধরা যেতে পারে রিয়ান পরাগকে। তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। ব্যাট হাতে নেমে বিশেষ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ৬ বলে ৭ রান করেন তিনি। গুরুত্বপূর্ণ ১৭ ওভারে প্রথম বল করতে আসেন তিনি। ৮ টি বল করে ৫ রানে ৩ উইকেট পান ২২ বছরের অসমীয়া তরুণ। তবে ভাঙন শুরু করেন অক্ষর প্যাটেল। ১৫ তম ওভারে জোড়া উইকেট পান বাপু প্যাটেল। তারপরে আর ঘুরে দাঁড়াতে পারে নি শ্রীলঙ্কা। দাসুন সনকা সিরাজের থ্রো থেকে রান আউট হতেই খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। টেকনিকালি বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিতও রেখেছে গৌতম গম্ভীরের জমানা। ডেথ ওভারে স্পিনকে ব্যবহার করা, পান্থ ও সূর্যের ব্যাটিং অর্ডারের পরিবর্তন, সূর্যকে এগিয়ে আনা এবং রাইট -লেফট কম্বিনেশনে ব্যাটিং অর্ডারের পরিবর্তন করা একটি বিষয় বুঝিয়ে দেয় গৌতম গম্ভীরের জমানা ভবিষ্যতে আরও বেশ কিছু চমকপ্রদক সিদ্ধান্ত সামনে এনে দিতে পারে।
More Stories
হায়দরাবাদের পাঁচ তারা হোটেলে আগুন! ওই হোটেলেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ টিম
সাফল্য পাবেন অধিনায়ক ধোনি? চেন্নাই-কলকাতা ম্যাচ বাজিমাত করবেন কে?
ম্যাচের আগেই মুম্বই শিবিরে যোগ দিলেন বুমরা