Home » সেনা-জঙ্গি সংঘর্ষে ফের রক্তাক্ত উপত্যকা, শহিদ ১ জওয়ান, জখম মেজর-সহ ৪

সেনা-জঙ্গি সংঘর্ষে ফের রক্তাক্ত উপত্যকা, শহিদ ১ জওয়ান, জখম মেজর-সহ ৪

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই: সেনা-জঙ্গি সংঘর্ষে ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়েছে। সংঘর্ষে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও চার জওয়ান। এদের মধ্যে একজন মেজরও রয়েছেন। নিকেশ করা হয়েছে এক পাকিস্তানি জঙ্গিকে।

আরও পড়ুন  Women Asia Cup T20 : অষ্টম বার এশিয়া সেরার সুযোগ হরমনপ্রীতদের, প্রথমবার ট্রফি জিততে মরিয়া আতাপাত্তুরাও

সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর আচমকা গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। জঙ্গিরাই প্রথমে সেনা পোস্টে হামলা চালিয়েছিল। এরপরই গুলির লড়াই শুরু হয়।এই ঘটনায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের জওয়ানরা ছিল বলে অনুমান সেনাবাহিনীর চিনার কোর-এর।সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ৪০-৫০ জন পাক জঙ্গি কাশ্মীরের পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছে। এরা পাক সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত। তাছাড়াও এদের কাছে মার্কিন এম ফোর কার্বাইন রাইফেল, যাতে নাইট ভিসন যন্ত্র লাগানো আছে, এরকম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে। 

আরও পড়ুন  UEFA Euro Cup Final 2024 : ৫৮ বছরের প্রতীক্ষা দীর্ঘায়িত হল, ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ জয়ের নজির গড়ল স্পেন

প্রসঙ্গত, গত শুক্রবারই প্রধানমন্ত্রী মোদি কারগিলে গিয়ে বলেছিলেন, পাকিস্তানের চক্রান্ত কোনওদিন সফল হবে না। একের পর এক হামলা চালিয়েও ভারতের কাছে হার মানতে হয়েছে। ওরা মারলে, আমরাও উচিত জবাব দেব। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত উপত্যকা। এর আগে গত মাসেই মোদি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে জরুরী বৈঠকে বসেছিলেন। সেই সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে কথা বলেছিলেন।

আরও পড়ুন  নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

#Latestbengalinews

About Post Author