সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই: সেনা-জঙ্গি সংঘর্ষে ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়েছে। সংঘর্ষে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও চার জওয়ান। এদের মধ্যে একজন মেজরও রয়েছেন। নিকেশ করা হয়েছে এক পাকিস্তানি জঙ্গিকে।
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর আচমকা গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। জঙ্গিরাই প্রথমে সেনা পোস্টে হামলা চালিয়েছিল। এরপরই গুলির লড়াই শুরু হয়।এই ঘটনায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের জওয়ানরা ছিল বলে অনুমান সেনাবাহিনীর চিনার কোর-এর।সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ৪০-৫০ জন পাক জঙ্গি কাশ্মীরের পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছে। এরা পাক সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত। তাছাড়াও এদের কাছে মার্কিন এম ফোর কার্বাইন রাইফেল, যাতে নাইট ভিসন যন্ত্র লাগানো আছে, এরকম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে।
প্রসঙ্গত, গত শুক্রবারই প্রধানমন্ত্রী মোদি কারগিলে গিয়ে বলেছিলেন, পাকিস্তানের চক্রান্ত কোনওদিন সফল হবে না। একের পর এক হামলা চালিয়েও ভারতের কাছে হার মানতে হয়েছে। ওরা মারলে, আমরাও উচিত জবাব দেব। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত উপত্যকা। এর আগে গত মাসেই মোদি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে জরুরী বৈঠকে বসেছিলেন। সেই সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে কথা বলেছিলেন।
#Latestbengalinews
More Stories
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই অষ্টম পে কমিশনের মাধ্যমে কতটা বাড়বে বেতন, ডিএ ? কীভাবে বাড়বে বেতন ?
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে
রক্তক্ষরণ অব্যাহত, সব রেকর্ড ভেঙে ডলারের তুলনায় রুপির দর ৮৬.৩৯!