Home » ফিরল কাঞ্চনজঙ্ঘার দুঃস্বপ্নের স্মৃতি, রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত

ফিরল কাঞ্চনজঙ্ঘার দুঃস্বপ্নের স্মৃতি, রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত

সময় কলকাতা, ৩১ জুলাই : ট্রেন দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়েই চলেছে। একদিনের ব্যবধানে আবার রেল দুর্ঘটনা। এবার দুর্ঘটনস্থল উত্তরবঙ্গের রাঙাপানি। একটি মালগাড়ি লাইনচ্যুত হল  রাঙাপানিতে। উল্লেখ্য, প্রায় একই জায়গায় ১৭ জুন অর্থাৎ ৪৪ দিন আগে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল যে দুর্ঘটনায় লোকোপাইলট সহ একাধিক প্রাণহানি ঘটেছিল। এবার আবার দুর্ঘটনা ঘটল। এখনো পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও  ট্রেন দুর্ঘটনা আরেকবার ট্রেন পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকদের দল।

উল্লেখ্য, বুধবারের দুর্ঘটনায় কারও প্রাণহানির ঘটনা না ঘটলেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের  চারটি কামরা লাইনচ্যুত হওয়ায় দশজনের প্রাণহানি ঘটেছিল। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।  ট্রেনের অন্তত ১৮টি কামরা লাইনচ্যুত হয়  এবং অন্তত দুজনের প্রাণহানি হয়। এবার বুধবার তেলবোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। দুটি ওয়াগান লাইনচ্যুত হওয়ার পরে মালগাড়িকে সরিয়ে নেওয়া হয়। রেললাইন সারাই চলছে।

দুর্ঘটনার  প্রসঙ্গে রেল আধিকারিকদের বক্তব্য সামনে এসেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন , বুধবার একটি মালগাড়ির দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার পরে  শিলিগুড়ি-বাগডোগরা লাইন দিয়ে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ।  সব্যসাচী দে আরও জানান , আপ এবং ডাউন লাইন বন্ধ হয়ে গিয়েছে।রেল শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বলে তিনি আশ্বস্ত করেছেন।

তৃণমূল বারবার রেল দুর্ঘটনা হওয়ার কথা উল্লেখ করে  সংসদে মুখর হয়েছে। সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার  ও মহুয়া মৈত্র জানিয়েছেন রেলমন্ত্রকের গাফিলতির কারণেই প্রাণহানির কবলে পড়ছে সাধারণ মানুষ।

এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোষ্টে তিনি বলেছেন,”মাত্র ছয় সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে। সেখানে আবারও রেল দুর্ঘটনা! যা ঘটছে, তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।’’

Related searches

‘ মালগাড়ির চালকের কোনও ভুল ছিল না’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকাণ্ডে প্রকাশ্যে এল কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট

ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২

About Post Author