Home » সাংসদের সঙ্গে মিথ্যে পরিচয়ের গল্প ফেঁদে আর্থিক প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশ

সাংসদের সঙ্গে মিথ্যে পরিচয়ের গল্প ফেঁদে আর্থিক প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশ

দীপ সেন ও আবুল কায়েম,সময় কলকাতা , ৩১ জুলাই : না আছে  সাংসদের সঙ্গে কোনও পরিচয়,  না পুলিশের সঙ্গে কোনও সম্পর্ক,তবুও বেশ কিছু মিথ্যে গল্প ফেঁদেছিল প্রতারক। তার জালিয়াতির গল্পে সে টেনে আনে পুলিশ ও সাংসদকে। সে টাকা হাতানোর অভিসন্ধি নিয়ে  গল্প সাজায়। প্রতারক জানিয়েছিল, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় আছেন তার স্ত্রী আর সে নিজেও নাকি পুলিশ কর্মী। এহেন পরিচয় দিয়ে বারাসাতের টালিখোলার বিদ্যুৎ মজুমদার ও তাঁর ভাই তপন মজুমদাররের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা এবং জমি সমস্যার সমাধানের কথা বলে ৭৯ হাজার টাকার আর্থিক প্রতারণা করে শেখ মনতাজ আলি।

অবশ্য প্রাথমিক পরিচয়ের সময় মন্তাজ আলি নিজের নাম অনুপম চক্রবর্তী, স্ত্রীয়ের নাম জয়শ্রী চক্রবর্তী বলেই টাকা নিলেও পরে মজুমদার পরিবার সন্দেহ হওয়ায় বুঝতে পারেন জালিয়াতের পাল্লায় পড়েছেন। বারাসাত থানার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। বিদ্যুৎ মজুমদারের অভিযোগ পেয়ে  বারাসাত থানার পুলিশ তদন্তে নামে ।

আরও পড়ুন ফিরল কাঞ্চনজঙ্ঘার দুঃস্বপ্নের স্মৃতি, রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত

পুলিশ তাদের তদন্তে জানতে পারে, অনুপম ওরফে মনতাজ আলি মধ্যমগ্রামে থাকে। আদতে সে রাজারহাট থানার রায়গাছির বাসিন্দা। পুলিশ তাকে মধ্যমগ্রামের ডেরা থেকেই গ্রেফতার করে  পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়  ৫০ হাজার টাকা। বারাসাত থানার পুলিশ আদালতের নির্দেশক্রমে মজুমদার পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেয়।।

আরও পড়ুন ভূমিধসে কেরলের ওয়ানড়ে মৃতের সংখ্যা ১৬৩ পার করল, প্রশাসনের নির্দেশে ওয়ানড় সফর বাতিল রাহুল-প্রিয়াঙ্কার

About Post Author