Home » Paris Olympics 2024 : অলিম্পিক্সে ধাক্কা ভারতীয় হকি দলের, হারতে হল বেলজিয়ামের কাছে

Paris Olympics 2024 : অলিম্পিক্সে ধাক্কা ভারতীয় হকি দলের, হারতে হল বেলজিয়ামের কাছে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অগষ্টঃ অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেললেও, পুরুষদের হকি ৱ্যাঙ্কিং-এ শীর্ষে থাকা দেশ  বেলজিয়ামের কাছে  ১-২ গোলে হেরে গেল ভারত। কঠিনতম প্রতিপক্ষের বিরুদ্ধে টানটান লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি ভারত। ফলে চার ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা একই জায়গায় রয়ে গেল।

আরও পড়ুনঃ IPL 2025 : আইপিএলের মালিকদের বৈঠকে শাহরুখ-ওয়াদিয়া সংঘাত চরমে, কী সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড?

চার ম্যাচে ভারতের পয়েন্ট  ৭। অন্যদিকে বেলজিয়ামের চার ম্যাচে পয়েন্ট সংখ্যা ১২। ভারতের গ্রুপে পরবর্তী ম্যাচ রয়েছে আর এক কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যাদের তিন ম্যাচে পয়েন্ট সংখ্যা ৬। উল্লেখ্য যে, বেলজিয়াম ম্যাচের আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ ড্র করে। পুল বি-তে প্রথম তিনটি ম্যাচে ৭ পয়েন্ট পাওয়ায় ভারতের অবস্থান যথেষ্ট মজবুত। বেলজিয়াম ম্যাচে গোল করে ভারতকে প্রথমে এগিয়ে দেন অভিষেক। কিন্তু ভারত এই লিড ধরে রাখতে পারে নি। থিবেউ স্টকবক্স ও জনজন ডহমেন গোল করে ভারতের বিরুদ্ধে বেলজিয়ামের জয় এনে দেন।

আরও পড়ুনঃ Anshuman Gaekwad : অবশেষে হার মানলেন ‘দ্যা গ্রেট ওয়াল’, প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল

অলিম্পিক্সের ষষ্ঠ দিনে  হকি ম্যাচ  শেষ হওয়া পর্যন্ত  ভারত পদক তালিকায় ৩২ তম স্থানে রয়েছে। প্যারিস অলিম্পিক্স ২০২৪- এ তিনটি ব্রোঞ্জ ভারত ইতিমধ্যে দখল করেছে। তিনটি পদকই এসেছে শ্যুটিংয়ে। ২০২০ টোকিও অলিম্পিকে ভারত  মোট সাতটি পদক পেয়েছিল। এই পদকগুলির মধ্যে উল্লেখযোগ্য পদক প্রাপ্তি ছিল হকিতে। ভারত গত অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক পায়। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে সোনা জেতার পরে টোকিওতে চল্লিশ বছরের হকিতে পদকের খরা কাটায় ভারত। বলা বাহুল্য, ভারত এখনও পর্যন্ত অলিম্পিক গেমসে যে ৩৮ টি পদক জয় করেছে তার মধ্যে বারোটি পদকই এসেছে হকি থেকে। এই বারোটির মধ্যে আটটি পদকই হকিতে স্বর্ণপদক। এছাড়া ব্যক্তিগত ইভেন্টে শুটিংএ অভিনব বিন্দ্রা ও জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া সোনা জিতেছেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরে এবারও পুরুষ হকি দলের কাছে  পদকের আশা করছে ভারতবাসী।

About Post Author