বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ৩ অগষ্টঃ লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ত শিডিউল থেকে এখন দূরে দীপিকা পাডুকোন । ৩৭ বছরে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। চলতি বছর ফেব্রুয়ারির শেষেই মা হতে চলার সুখবর সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছিলেন রণবীর ও দীপিকা। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন দীপবীর। এবার লাইভে এসে ভালবাসা চাইলেন দীপিকা। কার থেকে ?
স্বভাবতই প্রেগনেন্সির শেষ সময়ে আদর যত্নেই রয়েছেন দীপিকা। “দীপিবীর” এর ছেলে হবে নাকি মেয়ে! ইতিমধ্যেই বলিপাড়ায় ফিসফিস শুরু হয়ে গিয়েছে। পর্দার “রকি রান্ধাওয়া” আগেই জানিয়েছিলেন, মেয়ের বাবা হতে চান তিনি। শুধু তাই নয়, মেয়ে হবে দীপিকার মতোই ফুটফুটে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই ভূমিষ্ঠ হবে দীপবীরের প্রথম সন্তান। বর্তমানে দীপিকা রয়েছেন বাড়িতে। বাড়িতে থেকে তিনি রূপচর্চায় মন দিয়েছেন। বাড়িতে থেকে কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকলেও তার মন পরে রয়েছে কিন্তু ফিল্মি দুনিয়ায়। সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেন ।
আরও পড়ুনঃ Dev-Rukmini Moitra : কনের সাজে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন রুক্মিনী , আউট হলেন শুধু দেবের বলেই
‘কল্কি ২৮৯৮’ রিলিজ হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি অভিনেত্রী। ,তাই এবার সুযোগ পেয়ে লাইভে এসে অনুরাগীদের ধন্যবাদ দিলেন। তিনি বলেন, ”কল্কিকে ভালোবাসার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে গোটা টিম। ভবিষ্যতে আরও ভালোবাসা চাই।” কল্কির প্রথম পর্বেই দুর্দান্ত পারফমেন্স করেছিল অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাসরা। কল্কি ছবিতে, দীপিকা পাডুকোন বিষ্ণুর দশম অবতারকে গর্ভধারণ করেন। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিষ্ণুর সেই দশম অবতার দীপিকার গর্ভস্থ সন্তান। পরিচালক নাগ অশ্বীনের গল্পে, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যা গোটা বিশ্বে মহাজাগতিক বদল এনেছে। আর এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। কল্কি ছবিতে দীপিকার অভিনয়ে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?