সানী রায়, সময় কলকাতা, ১৫ অগাস্ট :আন্দামান সেলুলার জেলকে বাদ দিলে ব্রিটিশ আমলে সবচেয়ে দুর্গম ও কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত বক্সা দুর্গ। যা একদা ছিল দুর্গ, তা ব্রিটিশ আমলে হয় কুখ্যাত কারাগার এবং স্বাধীনতার পরবর্তী সময় তিব্বতের শরণার্থীদের শিবিরে পরিণত হয়। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত দুর্গ বক্সা । বাধা নিষেধ ভুলে ৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হল বক্সা দুর্গে।
” অমৃতের পুত্র মোরা কাহারা শোনাল বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়” – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা বক্সা দুর্গের বিনা বিচারে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে লেখা। ১৮৬৫ সালের সিনচুলার চুক্তি অনুযায়ী, এই দুর্গ ব্রিটিশদের হাতে আসে। তার আগে সিল্করুটের বাণিজ্য পথ থাকার সময় ভুটান রাজারা এই দুর্গ ব্যবহার করতেন। কোচবিহার ও ভুটানের মধ্যে যোগসূত্র ছিল বক্সা দুর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে ২.৮৪৪ ফুট উঁচুতে অবস্থিত বক্সা দুর্গ ব্রিটিশরা একটি ডিটেনশন ক্যাম্প হিসাবে ব্যবহার করত। বিনা বিচারে নির্মম অত্যাচার চলত স্বাধীনতা সংগ্রামীদের উপরে।করেছেন। জানা যায়, প্রমথ ভৌমিক, জ্ঞান চক্রবর্তী, কৃষ্ণপদ চক্রবর্তী প্রমুখ অনুশীলন সমিতি ও যুগান্তর দলের জাতীয়তাবাদী বিপ্লবীদের এই দুর্গে ১৯৩০-এর দশক অবধি বন্দি করে রাখা হয়েছিল। ব্রিটিশ শাসন থেকে ভারত মুক্ত হওয়ার পরে কালক্রমে তিব্বতের শরণার্থীদের শিবির হয়ে ওঠে বক্সা দুর্গ। তিব্বতে চীনের আগ্রাসনের কারনে সেই দেশ থেকে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসা বৌদ্ধ শরণার্থীরা এখানে আশ্রয় নিতে নারাজ হলেও দলাই লামার কথায় তারা এখানে আশ্রয় নেয়। ১৯৭১ সালে কর্ণাটকে চলে যান। বর্তমানে আলিপুরদুয়ার জেলার পরিত্যক্ত দুর্গটি বক্সা টাইগার রিজার্ভ নামেই পরিচিত যা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িত। এই পবিত্র ভূমিতে এবারে সর্ব সাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।
যদিও এই প্রাচীন দুর্গটিক সম্প্রতি পর্যটকদের আকৃষ্ট করার এবং রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে সংস্করণ করা হয়েছে।তবে বৃহস্পতিবার কার্যত বাঘ বনের ভয় এবং প্রবেশ নিষেধের আদেশকে উপেক্ষা করেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশন এবং ঐতিহাসিক বক্সা দুর্গ সংলগ্ন গ্রামবাসীদের পক্ষ থেকে ৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হয়।
এই দুর্গম দুর্গে বন্দী থাকা বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে ত্রিরঙ্গা পতাকা উত্তোলন করে দিনটিকে পালন করে। সবমিলিয়ে অতীত দিনের ইতিহাস , বৌদ্ধ শরণার্থী জড়িয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত বক্সা দুর্গ ভারতীয় স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা একটি পবিত্র স্মৃতিচিহ্ন। দুর্গের ধ্বংসাবশেষে আজও যেন স্বাধীনতা সংগ্রামীদের ছোঁয়া অম্লান।।
আরও পড়ুন স্বাধীনতার অবহেলিত স্মৃতিচিহ্ন ধূপগুড়ি বিদ্যাশ্রম
More Stories
OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি থাকলে নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনিও চেষ্টা করে দেখুন
Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম