Home » অনবদ্য মুশফিকুর রহিম, পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

অনবদ্য মুশফিকুর রহিম, পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট : বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছে আড়াই দশক হয়ে গিয়েছে। অথচ ভারত বা পাকিস্তান কারও বিরুদ্ধে এখনও টেস্টে জেতে নি। প্রতিবেশী  দুই দেশের বিরুদ্ধে ১৩ টি করে টেস্ট খেললেও ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচে এবং পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র – এই হল বাংলাদেশের সাফল্য। তবে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশের চলতি টেস্ট শৃঙ্খলার প্রথম টেস্টে প্রথম চার দিনে মুশফিকুর রহিম,লিটন দাসও শরিফুলরা অসামান্য ক্রিকেট উপহার দিলেন এবং বুঝিয়ে দিলেন পাকিস্তানের বর্তমান দলের সঙ্গে তাদের খুব একটা ফারাক নেই। উল্টে প্রথম টেস্টে চতুর্থ দিনের শেষে অ্যাডভান্টেজ বাংলাদেশ। ৯৪ রানে এগিয়ে থাকা বাংলাদেশ পঞ্চম দিনে আরও কিছু চমক দেয় কিনা তা দেখার।

উল্লেখযোগ্যভাবে, চতুর্থ দিনে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ১১৭ রানের লিড নিল এবং একটি উইকেট তুলে পাকিস্তানকে চাপে রাখল। ৫৬৫ রানের পাহাড় গড়ল তারা যাকিনা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ রান এবং টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান। এই নজির গড়ার অন্যতম কারিগর প্রবীণ উইকেটকিপার ব্যাটসম্যান  মুশফিকুর রহমান। টি টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন না। টেস্ট দলে ফিরে এসে উপযোগিতা প্রমাণ করলেন ১৯১ রানের ইনিংস খেলে। উল্লেখ্য, টেস্টে ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত যে চারটি দ্বিশত রান হয়েছে তার দুটি করেছেন এই ৩৭ বছরের ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রান ২১৯। সেই রেকর্ডের মালিকও তিনি। দেখতে দেখতে ৮৯ টি টেস্টে ১১ টি শতরান সহ প্রায় ছহাজার রান করে ফেলেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দুই লেজেন্ড তামিম ইকবাল বা সাকিব অনেক পেছনে।

যদিও অত্যাশ্চর্য কিছু না ঘটলে  রাওয়ালপিন্ডি টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেশি, তবুও যাই হোক না কেন বাংলাদেশের এই টেস্ট হারার আশঙ্কা নেই বললেই চলে। বরং পাকিস্তানের মাটিতে পাকিস্তানের ওপরেই চাপ তৈরি করেছে বাংলাদেশ।।

আরও পড়ুন Shikhar Dhawan: বাইশ গজকে বিদায় জানালেন শিখর ধওয়ান

About Post Author