সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট : আরজিকরের হাসপাতাল লাগোয়া এলাকায় পুলিশি নিষেধাজ্ঞা সাতদিন বাড়ল । নতুন করে আনা নির্দেশিকায় কলকাতা পুলিশ রাজ্য-পরিচালিত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এই মেয়াদ আরও এক সপ্তাহ বেড়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত পর্যন্ত কার্যকর থাকবে।
এই নির্দেশিকা প্রাথমিকভাবে ১৮ আগস্ট পর্যন্ত জারি করা হয়েছিল, পরবর্তীতে যা ২৪ তারিখ পর্যন্ত বেড়ে যায় যেখানে বলা হয়েছিল যে, নির্ধারিত এলাকায় পাঁচজনের বেশি লোকের সভা এবং জমায়েত সীমিত রাখার নির্দেশ জারি হয়।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল শনিবার হাসপাতালের চারপাশে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) -এর ধারা 163 (2) বর্ধিত করার বিষয়টি জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন। নিষেধাজ্ঞামূলক নির্দেশগুলি বেলগাছিয়া রোড-জে কে মিত্র ক্রসিং থেকে উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ পয়েন্ট ক্রসিং বেল্টের কিছু অংশ জুড়ে রয়েছে ।
বলা হয়েছে, নির্দেশিকা বিশৃঙ্খলা প্রতিরোধ এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সম্প্রসারণ করা হয়েছে। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের সাম্প্রতিক ধর্ষণ-হত্যায় যে অস্থিরতা তৈরি হয় ও বিভিন্ন জায়গায় আন্দোলনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশিকায় বলা হয়েছে যে এই নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘনকারী যে কোনও ব্যক্তি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), 2023 এর ধারা 223 এর অধীনে শাস্তির আওতায় পড়বে ।।
# পুলিশি নিষেধাজ্ঞা সাতদিন বাড়ল
More Stories
আরজিকর-সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্নামঞ্চে হামলার আশঙ্কা!ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, স্বাস্থ্য ভবনের বাইরে বৃদ্ধি করা হল পুলিশি নিরাপত্তা