Home » আরজিকর কাণ্ডে তিলোত্তমার ফরেন্সিক নমুনা সংগ্রহের প্রক্রিয়ায় ‘বড় ভুল’, দাবি CBI-র

আরজিকর কাণ্ডে তিলোত্তমার ফরেন্সিক নমুনা সংগ্রহের প্রক্রিয়ায় ‘বড় ভুল’, দাবি CBI-র

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। এবার আরজিকর কাণ্ডে তিলোত্তমার ফরেন্সিক নমুনা সংগ্রহের প্রক্রিয়ায় বেনিয়মের তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় দেহ উদ্ধারের পর নমুনা সংগ্রহ সঠিক ভাবে হয়নি বলেই দাবি সিবিআইয়ের। অভিযোগ, তিলোত্তমার ফরেন্সিক নমুনা সংগ্রহ করার কথা ছিল যে ফরেন্সিক বিশেষজ্ঞদের, তাদের বদলে অন্য বিশেষজ্ঞেরা নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাস্থল থেকে যে দুই ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছিল। ইতিমধ্যে দু’জনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে, বেলগাছিয়ায় রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির কর্তাদেরও চিঠি পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। এমনকী ওই ফরেন্সিক পরীক্ষাগারের কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

আরও পড়ুন আরজিকর কাণ্ডে মিছিলের অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বুদ্ধিজীবী-আইনজীবীরা

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, নির্যাতিতার দেহ উদ্ধারের পর আরজিকরের সেমিনার রুমে দেদার ভিড়। সেখানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠ আইনজীবী, আরজিকরের ফরেন্সিক মেডিসিনের শিক্ষক-চিকিৎসক দেবাশিস সোম, হাসপাতাল ফাড়ির বেশ কয়েকজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। CBI বলছে ঘটনাস্থলে আততায়ীর হাত ও পায়ের ছাপ তদন্তের সূত্রে খুবই গুরুত্বপূর্ণ, যার সাথে অবগত আরজিকরের চিকিৎসকেরা ও উপস্থিত আইনজীবিরাও। তাহলে এত ভীড় করতে দেওয়া হলো কেন ? সন্দীপ ঘোষ ও দেবাশিস সোমকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা এড়িয়ে গিয়েছেন।

আপাতত CBI কর্তাদের সূত্রে খবর, উচ্চ আদালতে পরবর্তী শুনানিতে আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাট ও নমুনা সংগ্রহে বেনিয়মের বিষয় লিখিতভাবে জানাবে তারা। “মৃতদেহ থেকে নমুনা সংগ্রহে ধোঁয়াশা রয়েছে। আবার প্রমান লোপাট করে মামলা ও তদন্তকে দুর্বল করে দেওয়ায় চেষ্টাও চলছে” এমনটাই অভিযোগ তাদের। প্রমাণ লোপাট নিয়ে ক্ষোভ উগরে দিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্যাচার্য বলেছেন, “দেহটা পাওয়া গেছে এটাই অনেক, সুযোগ পেলে হয়তো মৃতদেহটাও লোপাট হয়ে যেতে পারতো”।

#RGkarHospital

#RGkarPrincipalSandeepGhosh

#RGKARDoctorDeath

#Latestbengalinews

#Forensicreport

 

About Post Author