সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট: আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। এই ইস্যুতে গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এবার ‘নবান্ন অভিযান’ নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। কলকাতার নগরপালকে আগামী দু’ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন অভিযানের দিন বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের অভিযোগ , সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করেই বিক্ষোভকারী ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে এবং গ্রেফতারের পরও অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের ভিত্তিতেই এবার কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ১৪ দিনের মধ্যে সিপি বিনীত গোয়েলকে জবাব দিতে বলা হয়েছে। সেদিন পুলিশ কী কী পদক্ষেপ করেছে, যে সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেই বা কী পদক্ষেপ করা হয়েছে, ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ও মানবাধিকার কমিশনের তরফে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত , গত মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতা জুড়ে। হাওড়া ব্রিজের কাছে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডের একাংশ ভাঙতেই জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। জনতার ছোড়া ইটে মাথা ফাটে আইসি চণ্ডীতলার। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালায় পুলিশ। এদিকে, পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে হাওয়া ময়দানও রণক্ষেত্র হয়ে ওঠে । মহাত্মা গান্ধী রোডেও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। তারপরেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। এদিকে, নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সাঁতরাগাছিও। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।
#NationalHumanRightsCommission
#KolkataPoliceCommissioner #Vineet Goel
#Latestbengalinews
#NabannaAbhijan
#Nabannacampaign
#RGKARHospitalStudentDeath
#RGKARHospital
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
‘থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’… এই বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী!
‘কেন গরমের মধ্যে বসে আছেন? স্কুলে যান, মাইনে পাবেন’, মমতার পরামর্শ