সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর : ২০২৩ সালের মার্চ মাসে আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী অভিযোগ করেছিলেন, আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ” অতিরিক্ত নিরাপত্তারক্ষী” আফসার আলী খান বায়োমেডিকেল আবর্জনা বাইরের লোকের কাছে বিক্রি করে দেয়। শুধু তাই নয়, এক বাংলাদেশী নাগরিকের কাছে ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস ও স্যালাইন বোতল বিক্রির অভিযোগ ও আনেন তিনি। কেউ আখতার আলীর কথায় সে সময় কর্ণপাত করে নি। সেই আফসার আলী খান অবশেষে সিবিআই-এর জালে।
শুক্রবার কোথাও যেন অবশেষে যোগসূত্র পাওয়া যাচ্ছে। দুটি পৃথক অপরাধকে জুড়ে খুন ও ধর্ষণকাণ্ডের প্রমাণ কি সামনে টেনে আনছে সিবিআই? সূত্রের খবর,ধীরে ধীরে একই সূত্রে গাঁথা হচ্ছে আরজি কর হাসপাতাল ধর্ষণ ও খুনকাণ্ড এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বৃত্ত বা সিন্ডিকেটকে। তথ্যভিজ্ঞ মহল এমনটাই জানাচ্ছে। কী এই চাঞ্চল্যকর যোগসূত্র?
সিবিআই যেভাবে ধরপাকড় আরম্ভ করেছে তাতে পরিষ্কার আইনের গন্ডিতে থেকে ঘুরিয়ে কান ধরার রাস্তায় হেঁটেছে সিবিআই। সোমবার রাতে সিবিআই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পাশাপাশি আরও তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি মামলায়। কারা এরা?
২০২১ সালের টেন্ডার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছে বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলী খানকে। বিপ্লব ও সুমন না হয় ঠিকেদার তাদের টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া স্বাভাবিক -কিন্তু সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও বাউন্সার আফসার আলী খানের গ্রেফতার হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরজিকর হাসপাতালে মধ্যে যে দুর্নীতির শেকড় ছড়িয়ে গিয়েছিল তার মূলেই রয়েছে আফসার আলীর গ্রেফতার হওয়া। ক্যাফে -ক্যান্টিন, গাড়ি পার্কিং ইত্যাদির সঙ্গে আফসার আলীর যোগাযোগের অভিযোগ দীর্ঘদিন ধরেই দানা বাঁধছিল।আখতার আলী বহুদিন আগেই আফসার আলীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। এখন প্রশ্ন, এরকম দুর্নীতির মূলে কুঠারাঘাত করতে গিয়েই কি প্রাণ হারাতে হয়েছিল তরুণী চিকিৎসককে? আরজিকর হাসপাতালের হত্যার কারণের সূত্রপাতের গুঞ্জন হয়তো তথ্য প্রমাণ নিয়ে ধরা দেবে। তরুণী চিকিৎসক কি জেনে ফেলেছিলেন দুর্নীতি? হয়তো প্রশ্নের মধ্যে যে উত্তর লুকিয়ে আছে তার তথ্য প্রমাণ আগামী দিনে তরুণী চিকিৎসকের মৃত্যু রহস্য উদঘাটন করতে সাহায্য করবে ।।
আরও পড়ুন সন্দীপ ঘোষ গ্রেফতার : উচ্ছ্বাস তবুও প্রশ্ন
More Stories
Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
“ধর্মঘট তাই ডাক্তার নেই ” – কলকাতার একাধিক নামি সরকারি হাসপাতাল ঘুরে নার্সিংহোমে মৃত্যু যুবকের