সানী রায়,সময় কলকাতা , ৪ সেপ্টেম্বর : আরজিকর হাসপাতাল কাণ্ড নিয়ে দেশ যতই উত্তাল হোক প্রতিবাদের ঝড় উঠুক,মহিলাদের ওপরে যৌন নিগ্রহ কমার নাম নেই, এবার আবার এক কিশোরীর ওপরে যৌন নিগ্রহ উত্তরবঙ্গের বানারহাটে। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পোস্ট-অফিসের এক কর্মীর বিরুদ্ধে । বানারহাটে যৌন নিগ্রহ সংক্রান্ত অভিযোগে আটক হয়েছে অভিযুক্ত।
বানারহাটে যৌন নিগ্রহ সংক্রান্ত ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বানারহাট থানা এলাকার হৃদয়পূর থেকে সাইকেলে চেপে স্কুলের উদ্দেশ্য বেরিয়ে ছিল কিশোরীটি। সে কলাবাড়ি এলাকারই একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে, প্রায় কয়েক মাস আগে কলাবাড়ি পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকের কাজে যোগ দেয় অভিযুক্ত এই ব্যাক্তি। এদিন সকালে, কিশোরী সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে তার রাস্তা আটকে দাঁড়ায় ওই ব্যক্তি, এর পর সে সাইকেল জোর করে চেপে বসে তার গায়ে হাত দিতে থাকে। কিশোরীটি প্রতিবাদ জানানোয় সে তার হাত ধরে টানাটানি শুরু করে এবং জোর করে তাকে রাস্তার পাশে থাকা চা বাগান ও জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। বিষয়েটি বুঝতে পেরে কিশোরীটি চিৎকার করলে সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া কিছু ব্যাক্তির বিষয়টি নজরে আসে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেন তারা। খবর দেওয়া হয় বানারহাট থানায়। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ পৌঁছে ওই ব্যাক্তিকে আটক করে।
বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়ছে। ঘটনায় এক ব্যাক্তিকে গ্রেফতার করে পকসো আইনের উপযুক্ত ধারায় মামলা রজু করা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে।’।।
আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ, পাক পতনের কারণ কী?
More Stories
Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা
“ধর্মঘট তাই ডাক্তার নেই ” – কলকাতার একাধিক নামি সরকারি হাসপাতাল ঘুরে নার্সিংহোমে মৃত্যু যুবকের
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট