Home » অবশেষে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর

অবশেষে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর

সময় কলকাতা ডেস্ক:- সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরার আসা উজ্জ্বল হচ্ছে। রবিবার সকালে নাসার পাঠানো যন্ত্রযানের ১০ জন সদস্য মহাকাশে আটকে থাকা আন্তর্জাতিক এক্সপ্রেস স্টেশনে সফলভাবে পৌঁছতে পেরেছেন। আশা করা যাচ্ছে খুব দ্রুত তারা সুনিতা এবং তাঁর সঙ্গীকে উদ্ধার করে পৃথিবীতে ফিরে আসতে পারবেন। উল্লেখ্য ৯ মাস আগে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর মহাকাশ অভিযানে গিয়ে যান্ত্রিক জটিলতার কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাশূন্যে আটকে পড়েছিলেন। নাসার বিজ্ঞানীদের বহু চেষ্টা সত্ত্বেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। কিন্তু রবিবার সকালের নাসার বিজ্ঞানীদের সাফল্য সুনিতাদের পৃথিবীতে ফেরবার আশা বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, নাসা ও এলন মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রিউ ১০ উৎক্ষেপণ হয় আমেরিকার সময় শনিবার সন্ধ্যা স৭.০৩ মিনিটে। রবিবার সকাল ৯ টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় মহাকাশচারীরা।নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরেল পেসকভরা পৌঁছেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। আশা করা হচ্ছে ১৯ শে মার্চ সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে।

২০২৪ সালের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ উইলমোর। যে মহাকাশযানে করে তারা মহাকাশে গিয়েছিলেন অর্থাৎ বোয়িং স্টারলাইনার, সেই জানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে প্রায় নয় মাস মহাকাশ পিছনে আটকে পড়েছিলেন সুনিতা এবং বুচ। তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে রবিবার সকালে তাদের ফিরিয়ে আনার জন্য ক্রিউ ১০ মহাকাশযান পৌঁছেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ফলে দীর্ঘদিন অপেক্ষার অবশেষে অবসান ঘটতে চলেছে পৃথিবীতে ফিরে আসতে চলেছেন সুনিতা এবং বুচ।

About Post Author