সময় কলকাতা ডেস্ক: মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় গুরু মিরাজ ওমর ফারুক কি গৃহবন্দী কাশ্মীরে? সোমবার ঈদের সকালে মিরাজ একটি ভিডিও বার্তায় এরকমই দাবি করেছেন। তাঁর দাবি তাঁকে কাশ্মীর প্রশাসন গৃহবন্দী করে রেখেছেন।
এই একই ভিডিও বার্তায় আরও বলেছেন, কাশ্মীর উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় জামা মসজিদ এবং ঈদগাহতে মানুষকে ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “বিগত ৯০-এর দশকে যখন কাশ্মীরে উগ্রপন্থী তৎপরতা তুঙ্গে ছিল তখনও এরকম অবস্থা ছিলনা। তাহলে কাশ্মীর প্রশাসন বর্তমানে ঢাক ঢোল পিটিয়ে যে শান্তি বিরাজ করছে বলে প্রচার করছেন তার মানে কি?”
মীর ওয়াজের বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলেও চাঞ্চল্য দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার মীর ওয়াজ কেন্দ্রীয় সরকার যে আওয়ামী অ্যাকশন কমিটিকে কাশ্মীরে নিষিদ্ধ করেছিলেন তারও সমালোচনা করেছিলেন এবং দাবি করেছিলেন এই নিষেধাজ্ঞাটি অবিলম্বে তুলে নেওয়া হোক।


More Stories
ছিটকে গেলেন মেসির গায়ে লেপ্টে থাকা ক্রীড়ামন্ত্রী , বিশৃঙ্খলায় ইস্তফা অরূপের
নীতিশের টান হিজাবে, টান কি শালীনতায়, টান কি ধর্মবিশ্বাসে?
বঙ্গে এসআইআরে ফর্ম জমার শেষে খসড়া তালিকায় বাতিল ৫৮ লাখ নাম