সময় কলকাতা ডেস্ক:- চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনে ব্যবহারের বিরোধিতায় এ বার পাহাড়-তরাই-ডুয়ার্সে গণ আন্দোলনের ডাক দিল সিপিআই(এমএল) লিবারেশন, জয়েন্ট ফোরাম সহ বাম গণতান্ত্রিক জোট। শিলিগুড়ির মিত্র সম্মিলনি হলে জোটের ডাকে গণ কনভেনশন অনুষ্ঠিত হল।
আন্দোলনকারীদের অভিযোগ, ভারত-নেপাল সীমান্তের মেচি থেকে বাংলা-অসম সীমন্তের সংকোশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে নদী থেকে বেআইনি ভাবে বালি-পাথর তোলার পাশাপাশি চা বাগানের জমিতে বেআইনি ভাবে পর্যটন কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে। আরও অভিযোগ, ২০১৩ সালে চা-পর্যটন নীতিতে বাগানের পাঁচ শতাংশ জমি পর্যটনে ব্যবহারের অনুমতি দেওয়া হলেও ২০১৯ সালে সেটা বাড়িয়ে ১৫ শতাংশ এবং চলতি বছরে তা ৩০ শতাংশের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শিলিগুড়ি লাগোয়া একটি চা বাগানে রিসর্ট গড়ে তোলা হয়েছে। একই ভাবে কার্শিয়াং এ দু’টি চা বাগানে রিসর্ট তৈরি হয়েছে। একই পথে হাঁটছে শিলিগুড়ির কাছের আরও তিনটি চা বাগানের মালিক।
ডুয়ার্সে চা বাগান উচ্ছেদ করে সেখানে বিমান ঘাঁটি তৈরিরও পরিকল্পনা চলছে। এ দিকে, বনাধিকার আইনে বনবস্তিকে রাজস্ব গ্রামে উন্নীত করা হলেও বন দপ্তর তথ্য না-দেওয়ায় ডুয়ার্সের ৩৪টি বনবস্তি রাজস্ব গ্রামে উন্নীত করা হয়নি। বাগানে জমির মৌজা ম্যাপ তৈরি করা হয়নি। ফলে গোটা তিস্তা উপত্যকা আজ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে জোটের তরফে জনমত গড়ে তোলার লক্ষ্যে ব্লক ভিত্তিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
More Stories
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত?দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি
ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক! খুলে গেল পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান