সময় কলকাতা ডেস্ক:- আইপিএল-এর ২৫ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চিপকে এই ম্যাচটা অন্যতম আকর্ষণীয় হতে চলেছে কারণ ২০২৩ সালের পর এই ম্যাচে ফের টসে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর ধোনিকে বাকি মরশুমের জন্য অধিনায়ক করা হয়েছে।
দুই দলের কাছেই এই ম্যাচটা কামব্যাকের। সিএসকে-র কাছে বেশি চ্যালেঞ্জের কারণ এই ম্যাচ থেকে খেলতে পারবেন না ঋতুরাজ। কেকেআর তাদের শেষ ম্যাচ ইডেনে হেরেছে মাত্র ৪ রানে। তবে সেই ম্যাচে কেকেআর ২৩৪ রান করেছিল। বোলিং যদিও ভালো করতে পারেনি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের অবস্থা আরও খারাপ। তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে হেরেছে এবং পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে। কেমন হবে এই ম্যাচের সেরা একাদশ?
সম্ভাব্য একাদশ কলকাতা নাইট রাইডার্স
কুইন্টন ডি কক, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মইন আলি
সম্ভাব্য একাদশ চেন্নাই সুপার কিংস
মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, রাচিন রবীন্দ্র, রবীন্দ্র জাডেজা, বিজয় শঙ্কর, রবিচন্দ্রন অশ্বিন, মথিশা পাথিরানা, নূর আহমেদ, খলিল আহমেদ
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ