সময় কলকাতা ডেস্ক:- অগ্নিকাণ্ড সানরাইজার্সের টিমের হোটেলে। সোমবার সকালে হায়দরাবাদের জনপ্রিয় পাঁচ তারা হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। ওই হোটেলেই ছিল সানরাইজার্স হায়দরাবাদের পুরো টিম। তড়িঘড়ি বের করে আনা হয় গোটা টিমকে। এই মুহূর্তে ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।
গত চার ম্যাচে হারের পর শনিবার প্রথম জয়ের স্বাদ পায় সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়ের আনন্দের উদযাপনের মাঝেই এই বিপদ। বৃহস্পতিবার ১৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ রয়েছে সানরাইজার্সের। হোটেলের আগুন ভয়াবহ কোনও রূপ নেওয়ার আগেই দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। যদিও কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। খতিয়ে দেখছে দমকল বাহিনী।
আইপিএল-এ সানরাইজার্সের অফিসিয়াল হোস্ট হায়দরাবাদের পার্ক হায়াত হোটেল। এদিন সকালে আগুন লাগতেই সেখানে চাঞ্চল্য ছড়ায়। দলের ক্রিকেটাররা সকলেই সেখানে ছিলেন। জানা গিয়েছে, ফায়ার অ্যালার্ম বাজতেই সবাইকে বার করে নিয়ে আসা হয়। সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয় তাদের ক্রিকেট কিট ও জিনিসপত্রও।
হোটেলে আগুন লাগার খবর পৌঁছতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। সূত্রের খবর, এদিন সকালে পাঁচতারা হোটেলের একটি তলায় আগুন লেগে যায়। বিষয়টি হোটেল কর্মীর নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। প্রথমেই হোটেলের বাসিন্দাদের সুরক্ষিত ভাবে বাইরে বের করেন কর্মীরা।
More Stories
বাংলাদেশ সীমান্তে ঘুরতে এসে ভারতে অনুপ্রবেশ, তারপর কি হল?
সিলামপুর কিশোর হত্যা: ‘লেডি ডন’ জিকরা গ্রেপ্তার, তিনজনকে আটক
পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ