Home » এবার প্রকৃতির রোষে ভূস্বর্গ! হড়পা বানে তলিয়ে গেল ঘর-বাড়ি। মৃত ও নিখোঁজ বহু

এবার প্রকৃতির রোষে ভূস্বর্গ! হড়পা বানে তলিয়ে গেল ঘর-বাড়ি। মৃত ও নিখোঁজ বহু

সময় কলকাতা ডেস্ক:- ফের প্রকৃতির গ্রাসে জম্মু-কাশ্মীর। শুক্রবার গভীর রাতে জম্মুর রামবন জেলার রাজবাগ এলাকায় জলোচ্ছ্বাসে তছনছ হয়ে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি সহ রাস্তা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। রাত সাড়ে ১২ টা নাগাদ আচমকা হড়পা বান নামে দ্রুবলা নালায়। প্রবল জলস্রোতে দু’টি বাড়ি কার্যত খড়কুটোর মত ভেসে যায়। মৃত ও নিখোঁজেরা ওই বাড়ি দু’টির বাসিন্দা ছিলেন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর মিলিত প্রচেষ্টায় দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে তিন জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজদের খোঁজ চলছে। সরকারি হিসাব অনুযায়ী ১৪ অগস্ট থেকে ২৮ অগস্টের মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক। বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এখনও। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টি চলবে জম্মুর পাহাড়ি এলাকায়।

About Post Author