মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় ঘটনার রাতের পুনর্নির্মাণ। দুর্গাপুরের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুবীর দের নেতৃত্বে ঘটনার পুনর্নির্মাণ চলে। অভিযোগ, ছাত্রীর উপর যৌন লালসা চরিতার্থ করার পর অভিযুক্ত ধর্ষকরা নির্যাতিতার ফোন থেকেই সহপাঠীকে ঘটনাস্থলে কল করে ডেকে পাঠায়। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে সে কী দেখেছিল? জঙ্গলে গিয়েই বা কী দেখেছিল? কারা তাঁকে ফোন করেছিল? কারা সেখানে উপস্থিত ছিল? সবটাই পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বন্ধুটির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার দেওয়ার ঘটনার রাতের বয়ানের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে সহপাঠীর বয়ান। ঘটনার পুনর্নির্মাণ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি করা হয়।সূত্রের খবর, ধৃত পাঁচ জনের মধ্যে এক জন জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে পুলিশ এই বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে। আইন অনুযায়ী, ধর্ষক যে-ই হোক, ঘটনাস্থলে একাধিক জন উপস্থিত থাকলে গণধর্ষণের মামলাই রুজু হয়ে থাকে। ওড়িশার বাসিন্দা ওই নির্যাতিতা দুর্গাপুরের এক মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া। অভিযোগ, গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন তিনি। গণধর্ষণের অভিযোগে তদন্তে নেমে পুলিশ আগেই তিন জনকে গ্রেফতার করেছিল। রবিবার তাঁদের আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তার পরে রবিবার রাতে এবং সোমবার বেলার দিকে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া নির্যাতিতার এক সহপাঠীও আটক রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই সহপাঠী তদন্তে সহযোগিতা করছেন। সোমবার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। তারা চাইলে তাদের নিরাপত্তার ব্যবস্থাও করা হবে। সোমবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন। পরে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, দুর্গাপুরকাণ্ডে দ্রুত সুবিচারের জন্য সর্বস্তর থেকে চাপ তৈরি করা হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছেন মোহনচরণ। নির্যাতিতা তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তিনি আগের থেকে ভাল আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানান হয়েছে, সব দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।


More Stories
সুনীল মুখার্জীর মাস্টারস্ট্রোক : বারাসাত পুরসভায় শপথ নিয়ে চোখের জলে মিশিয়ে দিলেন বাঙালি অস্মিতা আর রাজনৈতিক প্রজ্ঞা
নো এসআইআর নো ভোট – বিজেপির নতুন স্লোগান
খেজুর রসের দিন, মোতালেফদের দিন