দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বালী -সুগ্রীব বা পান্ডব-কৌরব দ্বন্দ্বের আধুনিক রুপ যা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। এবার এসআইআর নোটিস পেয়ে বিএলএ তৃণমূলী দাদাকে পেটালো বিজেপি ভাই। পাল্টা মার ও অভিযোগ দাদার। রয়েছে ভাঙচুরের অভিযোগ। এসআইআর নিয়ে ধুন্ধুমার এবং অভূতপূর্ব দ্বন্দ্ব ও নজিরবিহীন মারামারি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক দুই ভাইয়ের মধ্যে। অভিযোগ ও পাল্টা অভিযোগ রয়েছে ঘটনাটি নিয়ে। এসআইআর নিয়ে দাদা-ভাই সংঘর্ষ -র ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসাত।
বারাসাতের নেতাজি পল্লী এসআইআর সংক্রান্ত সবচেয়ে আশ্চর্যজনক বাদানুবাদ ও মারামারির সাক্ষী থাকলো মঙ্গলবার। সম্পর্কে দুই তুতো ভাইয়ের মধ্যে মারামারির সূত্রপাত এসআইআর-এর নোটিশ ঘিরে। দাদা প্রশান্ত দাস স্থানীয় বুথে বিশেষ সংশোধনী সমীক্ষা বা এসআইআর-এ তৃণমূলের বিএলএ। ভাই আয়ুষ দাস আবার বিজেপির সক্রিয় কর্মী। নোটিশ হাতে পেয়ে চায়ের দোকানে দাদা প্রশান্তের উপরে চড়াও হয় বিজেপি কর্মী আয়ুষ। কথাকাটাকাটি থেকে মারামারি। অভিযোগ, মারামারি করে ভাইয়ের ঘর ভাঙচুর করে দাদা। পাল্টা অভিযোগ, ভাই তার দাদাকে বিনা প্ররোচনায় মারধর করে। দাদার আঘাত এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।সবমিলিয়ে, বিষয়টি শুনতে যতই তাজ্জব লাগুক -এস আই আর থেকে এবার গৃহযুদ্ধ-ও শুরু হয়েছে। এসআইআর নিত্যনতুন অভিমুখ বদলাচ্ছে, ঘটছে নিত্যনতুন ঘটনা, এসআইআর নিয়ে দাদা-ভাই সংঘর্ষ তারই প্রতিফলন ।।
More Stories
গান্ধীজির জন্মদিন জাতীয় ছুটি হলে, নেতাজির জন্মদিনকেও জাতীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়ন্ত চৌধুরী
বারাসাত এক নম্বর ব্লক : ঠাসা-ভিড়ে আতঙ্কিত তীর্থের কাকদের শুনানি চলছে!
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর