Home » ফের রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে বেজে উঠবে স্কুলের ঘন্টা

ফের রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে বেজে উঠবে স্কুলের ঘন্টা

সময় কলকাতাঃ রাজ্যে ফের খুলছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে  শিক্ষা প্রতিষ্ঠান। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে স্কুলে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম ও সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে পড়ানো হবে। ৭৫ শতাংশ কর্মী নিয়ে চলবে  অফিস।

রাজ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা বিধি নিসেধ জারি থাকছে। রাত্রি কালিন বিধি নিষেধ ১০ টার পরিবর্তে রাত ১১ টা  থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে। লোকাল ট্রেনের চলাচলে কোন বিধি নিষেধ থাকছে না। একই সঙ্গে পর্যটন ক্ষেত্রও খুলে দেওয়া হচ্ছে। সুইমিং পুল ও ক্রীড়া ক্ষেত্রে কেও ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত খবর পরে আসছে—

About Post Author