Home » ক্যাম্পাস খোলার দাবিতে ফের উত্তাল বিশ্বভারতী, পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতি

ক্যাম্পাস খোলার দাবিতে ফের উত্তাল বিশ্বভারতী, পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতি

সময় কলকাতাঃ  সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত বিশ্বভারতী ক্যাম্পাস। সোমবার এসএফআইএর সদস্যরা ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখায়। এদিন তারা বিশ্বভারতীর উপাচার্যের দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় অফিসের সামনে জড়ো হয়ে ক্যাম্পাস খোলার দাবি জানাতে থাকে। এদিন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকতে গেলে অস্থায়ী নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তির হয়।বিশ্বভারতী কর্তৃ পক্ষের আরও অভিযোগ, এদের মধ্যে অনেকে ক্যাম্পাসের পাঁচিল টপকে উপাচার্যের দপ্তরের সামনে গিয়ে আন্দোলন শুরু করে।ফলে, ক্যাম্পাসের মধ্যে থাকা নিরাপত্তারক্ষী ও ছাত্রছাত্রীদের বচসায় ফের একবার উত্তাল হয় বিশ্বভারতী।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার ক্যাম্পাস খোলার দাবিতে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই-এর ছাত্রছাত্রীরা। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই সপ্তাহের শুরুতেই ফের বিক্ষোভের মুখে বিশ্বভারতীতে। এদিন আন্দোলনরত পড়ুয়ারা এসএফআইয়ের পতাকা হাতে নিয়ে ক্যাম্পাস খোলার দাবি জানাতে থাকে।

বিশ্বভারতীর পাশাপাশি, এদিন স্কুল-কলেজ খোলার দাবিতে বারাসাতেও এসএফআইএর বিক্ষোভ দেখা যায়।অন্যদিকে, স্কুল খোলার দাবিতে বিকাশভবনেও অভিযান চালায় তারা।
দুবছর ধরে স্কুল কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ।ফলে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলার দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই ধাপে ধাপে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি কলকাতা হাই কোর্টের কাছে স্কুল খোলার ব্যাপারে দু সপ্তাহ সময় চেয়েছে রাজ্য সরকারও।

About Post Author