সংসদে ২০২২ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ।বদল হল না আয়করের কাঠামোয়। এই প্রথম দেশে আসতে চলেছে ডিজিটাল মুদ্রা।সংসদে জানালেন অর্থমন্ত্রী।
- রিজার্ভ ব্যাঙ্কে আওতায় ডিজিটাল মুদ্রার লেনেদেনের তথ্য রাখা হবে ব্লকচেন পদ্ধতিতে। পাশাপাশি ডিজিটাল সম্পত্তি ও সেখান থেকে আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ।
- এবার জিএসটি থেকে সর্বকালীন সর্বোচ্চ আয় হয়েছে কেন্দ্রের। জানুয়ারি মাসের শেষে কোষাগারে এসেছে ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ কোটি টাকা।
- পোস্টাল ব্যাঙ্কে মিলবে এবার কোর ব্যাঙ্কের সুবিধা।দেশের সব পোস্ট অফিসেই ব্যাঙ্কিং এর সুবিধা।
- স্বাধীনতার ৭৫ বছরে দেশের ৭৫ জেলায় চালু হবে ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্ক।বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের।
- দেশের ৫ টি নদীকে সংযুক্ত করা হবে।বাজেট বক্তৃতায় জানালেন অর্থমন্ত্রী।
- একই সঙ্গে গঙ্গা অববাহিকায় জৈব চাষে জোর।বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড়।
- কেন্দ্র রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা করে সাহায্য করবে
- দাম কমবে হীরের, বৈদ্যুতিন সরঞ্জাম, মোবাইল ফোন, চার্জার, স্টিলের জিনিসপত্র, কাপড়, জুতো-সহ চামড়ার জিনিসপত্র ও চাষবাসের সরঞ্জাম।
- কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে হল ১৫ শতাংশ।
- কো-অপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমে দাঁড়াল ৭ শতাংশে। কমানো হল সারচার্জও।
- রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন স্কিমকে এক ছাতার তলায় আনা হল। কর ছাড়ে সমতা আনল কেন্দ্র।
- দুক্ষেত্রেই কর ছাড়ে ১০ শতাংশ থেকে বাড়িয়ে করা হল ১৪ শতাংশ।
- এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরাও ১৪ শতাংশ কর ছাড় পাবেন।
- করদাতাদের আয়কর জমায় বাড়তি সুবিধা। ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা।
- প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতায় জোর অর্থমন্ত্রীর। কমানো হবে অস্ত্র আমদানি। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে স্টার্ট আপে গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ।
- পরিবহণ খাতে ২০ হাজার কোটির বিনিয়োগ আনবে সরকার। বন্ধ করা হবে জৈব জ্বালানি।বাড়ানো হবে ব্যাটারি পরিচালিত গাড়ির ব্যবহার।
- বিশেষ জোর দেওয়া হল প্রধানমন্ত্রী আবাস যোজনায়। বরাদ্দ করা হল ৪৮ হাজার কোটি টাকা তৈরি হবে ৮০ লক্ষ বাড়ি ।
- করোনা অতিমারীতে পড়াশোনায় বিপুল ক্ষতির ধাক্কা সামলাতে আনা হবে টিভি চ্যানেল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য তৈরি হবে আলাদা আলাদা টেলিভিশন চ্যানেল। তৈরি করা হবে স্থানীয় ভাষায় ২০০টি চ্যানেল।
- জোর দেওয়া হল কৃষি ক্ষেত্রে। করা হবে আধুনিকীকরণ। দেশে উৎপাদন করা হবে তৈলবীজ। নতুন করে সেচের আওতায় আনা হবে ৯.০৫ হেক্টর কৃষিজমি।
- স্থানীয় ব্যবসায়ে উৎসাহ দিতে এবার রেলকে ব্যবহার করা হবে । আগামী ৩ বছরে ৪০০ বন্দেভারত ট্রেনের সুবিধার আনা হবে স্থানীয় ব্যবসাকে। তৈরি হবে ২০০০ কিলোমিটার নতুন রেলপথ।
- ২৫ হাজার কিলোমিটার নতুন হাইওয়ে তৈরির ঘোষণা বাজেটে।
- সমৃদ্ধি আসবে পিএম গতিশক্তি প্রকল্পে। জোর দেওয়া হল এই প্রকল্পে। পরিকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি বরাদ্দ করা হল। একই সঙ্গে ৬০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী।
- ৯.২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রত্যাশার কথা শোনালেন অর্থমন্ত্রী। যা গোটা গোটা বিশ্বের কাছে উদাহরণ স্বরূপ। অর্থমন্ত্রী বলেন এই বাজেট আগামী ২৫ বছরের দিশা দেখাবে বলে তিনি মনে করেন।
More Stories
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে
ক্ষমা চাইলেন জুকারবার্গ, বললেন ‘অনিচ্ছাকৃত ভুল’! লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের মন্তব্যে বিতর্ক তৈরি হয়
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!