Home » অবৈধ কয়লা খনিতে ধসে চাপা পড়ে কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা, তবু বন্ধ হয়না কয়লার চোরাচালান

অবৈধ কয়লা খনিতে ধসে চাপা পড়ে কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা, তবু বন্ধ হয়না কয়লার চোরাচালান

সময় কলকাতাঃ ধানবাদ এর নিরসা এলাকায় অবৈধ কয়লা খনিতে ধসে চাপা পড়ে কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা। ধসের নিচে চাপা পড়ে রয়েছেন আরো বহু শ্রমিক এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। বিগত কিছুদিন ধরেই বিসিসিএল এবং ইসিএল এর পরিতক্ত কয়লা খনিতে অবৈধভাবে খননকার্য চালাচ্ছিল ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের আসানসোল ও বাঁকুড়ার কিছু মানুষ। এদিন সকাল বেলায় আচমকাই খবর আসে অবৈধ খাদানে ধ্বস নেমেছে।

ধানবাদের নিরসা থানা এলাকায় এই অবৈধ খাদানে ধস নামার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এলাকার বহু মানুষ সেই সঙ্গে প্রশাসনের কর্তাব্যক্তিরা। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে প্রশাসন এবং সাধারণ মানুষ। আশঙ্কা করা হচ্ছে ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে কুড়িজনের। পাশাপাশি আরো বহু শ্রমিক আটকে রয়েছে ধসের নিচে। প্রসঙ্গত এর আগেও ধানবাদ এর মুগমা ও পাঞ্চেত এলাকায় নিচে চাপা পড়ে 9 জনের মৃত্যু হয়েছিল। তার আগে বিসিসিএলের আউটসোর্সিং এলাকায় নিচে চাপা পড়ে চারজনের মৃত্যু ঘটেছিল। তৃতীয় ঘটনা ঘটেছিল কাপসারা এলাকায়, নিরসা থানা এলাকার এই কাপসারা এলাকাতে আগেও ধসের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু ঘটেছিল।

 

এলাকার বাসিন্দাদের অভিযোগ বিসিসিএল এবং ইসিএলএর উদাসীনতাতেই দিনের পর দিন চলছে এই অবৈধ কয়লা উত্তোলন এবং তার চোরাচালান। যদিও এলাকার বাসিন্দাদের এই অভিযোগ মানতে নারাজ বিসিসিএল এবং ইসিএল কতৃপক্ষ। এদিনের ঘটনার পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি। সূত্র মারফত খবর ধসের কারণে যেসকল শ্রমিকের মৃত্যু ঘটেছে তাদের মৃতদেহ ইতিমধ্যেই সরিয়ে নিয়ে গিয়েছে কয়লার চোরাচালানকারীরা। আশঙ্কা করা হচ্ছে ধসের নিচে আরো বহু শ্রমিক আটকে রয়েছে তাদের উদ্ধারকার্য ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন।

লাগাতার এই অবৈধ কয়লা উত্তোলন এবং তার চোরাচালান চলছে তার কারণ হিসেবে এলাকার বাসিন্দাদের বক্তব্য এই চোরাচালানের পিছনে রয়েছে রাজনৈতিক মদত এবং প্রশাসনের একাংশ জড়িত এই অবৈধ কয়লার চোরাচালানে। ফলে একদিকে প্রশাসন যখন তৎপরতার সঙ্গে এদের বিরুদ্ধে অভিযান করতে যায় তখন প্রশাসনের একাংশ এদেরকে খবর দিয়ে সতর্ক করে দেয়। ফলে প্রশাসনের এই ইঁদুর দৌড়ের খেলার ফল হল ধসের নিচে চাপা পড়ে ২০ জন শ্রমিকের মৃত্যু।

About Post Author